বিজ্ঞাপন

রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, এক দিনে আক্রান্ত প্রায় ১২০০, মৃত ২৬

রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার ফের রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ এক দিনে করোনা সংক্রমিত হলেন। কোভিড আক্রান্তের সংখ্যা রাজ্যে ২৭ হাজার ছাড়িয়ে গেল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার ফের রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ এক দিনে করোনা সংক্রমিত হলেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় ১ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। মারা গিয়েছেন ২৬ জন। অন্য দিকে, কোভিড আক্রান্তের সংখ্যা রাজ্যে ২৭ হাজার ছাড়িয়ে গেল। এ দিন প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে তেমনটাই জানানো হয়েছে।

গত শনিবারই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছিল। পরের দিন অর্থাৎ রবিবার তা ২২ হাজারে পৌঁছয়। পরের পাঁচ দিনে সেই সংখ্যাই ২৭ হাজার পেরিয়ে গিয়েছে। বেশ কয়েক দিন ধরে রাজ্যে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-র কাছাকাছি থাকছিল। শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হন ৭৪৩ জন। এর পর থেকে প্রতি দিন আটশোর উপরে আক্রান্ত হচ্ছিলেন। বৃহস্পতিবার সেটাই হাজার ছাড়িয়ে যায়। শুক্রবার প্রায় বারোশো মানুষ আক্রান্ত হয়েছেন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

রেকর্ড আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৮০। গত ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ১৩ বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৬ জন। একই সঙ্গে হাওড়ায় ৪, পূর্ব মেদিনীপুর, হুগলি ও মালদহে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

রাজ্যে বেড়েই চলেছে করোনা, এমন পরিস্থিতিতে রোগীদের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে উঠছেন। শতাংশের হিসেবে সংখ্যাটা ৬৩.৯৯। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এখনও পর্যন্ত ১৭ হাজার ৩৪৮ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৫২২ জন। এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৮১। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৩ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৫ লক্ষ ৯৩ হাজার ৯৬৭টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৩৯টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ৩৫৬ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৪ হাজার ৯০৫ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on July 11, 2020 12:55 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন