বিজ্ঞাপন

ইরফান জানালেন তাঁর কঠিন রোগের খবর

বিজ্ঞাপন

ইরফান খান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ইরফান তাঁর কঠিন রোগের কথা জানালেন। কয়েকদিন আগেই টুইট করে জানিয়েছিলেন অভিনেতা ইরফান খান। জানিয়েছিলেন, খুব দ্রুত সবাইকে জানাবেন তাঁর রোগের কথা। ইরফানের এমন খবরে বলিউডে নেমে এসেছিল শোকের আবহ। সেই সময় রটে যায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত তিনি। এর পরই কোনও কোনও মহল থেকে প্রতিবাদও শোনা যায় এই রটনা নিয়ে। শেষ পর্যন্ত আবার মুখ খুললেন ইরফান।

আরও একটা টুইট ভেসে উঠল ইরফান খানের ওয়ালে। মার্গারেট মিচেলের একটা কোট দিয়ে শুরু তাঁর সেই পোস্ট। পোস্টে তিনি লিখেছেন, ‘‘যা প্রত্যাশা করি না তাই ঘটে যায়। জানতে পেরেছি আমার নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছে। কঠিন সময়। কিন্তু আমার চারপাশে যে ভালবাসা আর সমর্থন রয়েছে সেটাই আমি আমার মধ্যে আশা জাগাচ্ছে। এই জন্য আমাকে দেশের বাইরেও যেতে হচ্ছে।’’

বেশ কয়েক দিন হয়ে গেল শ্যুটিং করছিলেন না। মাঝে এক বার জন্ডিসের জন্য শ্যুটিং থেকে ছুটিও নিয়েছিলেন। কিন্তু সোমবার হঠাৎই একটা টুইট ঘিরে শুরু হয়ে যায় আলোচনা। চমকে যায় গোটা বলিউড।

কী ছিল সেই টুইটে?

এক অভিনব কাজ করেন আমির খান

টুইটটি করেন স্বয়ং ইরফান খানই। যেখানে তিনি লিখেছেন, তিনি এক বিরল রোগে আক্রান্ত। সেই টুইটে ইরফান লেখেন, ‘‘জীবনে হঠাৎ ঘুম ভেঙে এমন এক একটা সময়ের সম্মুখিন হতে হয় যা ঝটকা দিয়ে যায়। আমার জীবনের শেষ ১৫ দিন রহস্যে ঘেরা।’’

তিনি নিজেই বলেছেন, যে মানুষটা অন্যরকম গল্পের খোঁজে থাকত সেই আজ এক বিরল রোগের শিকার। তিনি লেখেন, ‘‘আমি কখনও হাল ছেড়ে দিই না। আমার পছন্দের জন্য সব সময় লড়ে যাই। আমার পরিবার, বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। আমার জন্য প্রার্থনা করুন।’’

এর মধ্যেই ইরফানের অসুস্থতা নিয়ে নানা কথা রটতে শুরু করেছে। যার প্রতিবাদ করে টুইট করেছেন কোমল নাহাটা। ইরফানের স্ত্রীও লেখেন, ইরফান খুব লড়াকু। ও ঘুরে দাঁড়াবেই।

নিউরোএন্ডোক্রাইন টিউমার আসলে, এক ধরণের অস্বাভাবিক টিস্য বেড়ে যাওয়া। যে হরমোন শরীরে নার্ভের সেল তৈরি করে। এই ধরণের টিউমার সাধারণত ফুসফুস, প্যানক্রিয়াসের মতো শরীরের বিভিন্ন অংশে হয়। সেটা ম্যালিগনেন্ট কিনা তার উপর নির্ভর করে এই রোগের গুরুত্ব। টুইটের শেষ ইরফান লিখেছেন, ‘‘যারা আমার বক্তব্যের জন্য অপেক্ষা করছেন আশা করছি আমার গল্প নিয়ে গ্রুত ফিরতে পারব।’’

0
0

This post was last modified on March 16, 2018 8:36 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন