বিজ্ঞাপন

ডাবল রোলে অজয় দেবগন, ১৩ বছর পর দেখা যাবে পর্দায়

বিজ্ঞাপন

ডাবল রোলে অজয় দেবগন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডোডো রে


দু’বার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
দু’বারই ব্যর্থ হয়েছে ছবি।
তবে সে সব এখন অতীত।
তাই আবার ফিরছেন ডাবল রোলে।

ভাবছেন কে?

কে আবার! জাতীয় পুরস্কার জয়ী অজয় দেবগন। সিরিয়াস কিংবা মজার চরিত্র— সবেতেই তিনি সাবলীল। সমালোচকদের দ্বারা প্রশংসিত আবার বাণিজ্যিক ছবিরও সর্বগ্রাহ্য হিরো। অথচ দেখতে মোটেই লাল টুকটুকে নন।

মহিলা মহলে অজয়কে ঘিরে দারুণ উন্মাদনা, টল, ডার্ক, হ্যান্ডসাম! কাজলের স্বামী আজও তুফান তোলেন তরুণী হৃদয়ে।

সিনেমার স্টান্ট মাস্টার বীরু দেবগনের সুযোগ্য পুত্র অজয় প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেন পিতা বীরু দেবগনেরই পরিচালিত প্রথম ছবিতে। ‘হিন্দুস্তান কি কসম’ অবশ্য ফ্লপ করে বক্স-অফিসে।

পরবর্তীতে হ্যারি বাওয়েজা-র ‘দিওয়ানে’তেও ডাবল রোলে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। সে ছবিও তেমন আহামরি ফল করতে পারেনি। সেই শেষ। তার পর আর দ্বৈত চরিত্রে দেখা যায়নি অজয়কে।

কোটিপতি হতে চান? পাশে আছেন বুম্বাদা

অতীতের ব্যর্থতা ভুলে ১৩ বছর পর আবার অজয় দেবগনকে দেখা যাবে একই ছবির দুই পৃথক চরিত্রে।

পরিচালক জুটি আব্বাস-মস্তানের নতুন ছবি ‘উইনার’-এই ডাবল রোলে ফিরছেন অজয়। ছবির কাহিনিতে অজয় এক দিকে নেগেটিভ চরিত্রে এবং আর এক দিকে পজিটিভ চরিত্রে।

টান টান উত্তেজনার ছবি উপহার দেন আব্বাস-মস্তান। অজয়কে দ্বৈত চরিত্রে রেখে ‘উইনার’-এর কাহিনিও ঘুরপাক খাবে উত্তেজক এক ডাকাতিকে ঘিরে।

শুটিং হবে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায়।

‘উইনার’ কি বক্স অফিসে বিজয়ী হবে? আপনি কী মনে করেন?

0
0

This post was last modified on June 20, 2018 2:00 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন