বিজ্ঞাপন

অ্যালেক পদমসি বিজ্ঞাপনী গুরু এবং নাট্য ব্যক্তিত্ব প্রয়াত হলেন

লিরিল সাবানের সেই বিজ্ঞাপনের কথা মনে আছে? ঝর্নার জলে স্বল্প পোশাকের মেয়েটি স্নান করছে! আশির দশকে ভারতীয় টেলিভিশনে কার্যত ঝড় তুলেছিল ওই বিজ্ঞাপন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: অ্যালেক পদমসি প্রয়াত হলেন। তিনি ছিলেন বিজ্ঞাপনী গুরু এবং নাট্য ব্যক্তিত্ব।

লিরিল সাবানের সেই বিজ্ঞাপনের কথা মনে আছে? ঝর্নার জলে স্বল্প পোশাকের মেয়েটি স্নান করছে! আশির দশকে ভারতীয় টেলিভিশনে কার্যত ঝড় তুলেছিল ওই বিজ্ঞাপন।

তিনিই তৈরি করেছিলেন সার্ফ সাবানের ‘ললিতাজি’। বাজাজ স্কুটারের ‘হামারা বাজাজ’ও তৈরি হয়েছিল তাঁর হাতে।

১৯২৮ সালে গুজরাতের কচ্ছে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মেছিলেন অ্যালেক। আট ভাই-বোন। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা। তার পরে বিজ্ঞাপনের দুনিয়ায় প্রবেশ। সেই বিজ্ঞাপনী গুরু অ্যালেক পদমসি মারা গেলেন শনিবার সকালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই এ দিন ভোরে মারা যান। রবিবার মুম্বইয়ের ওরলিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

থিয়েটার জগতেও অ্যালেকের যথেষ্ট খ্যাতি ছিল। থিয়েটার পরিচালনা করেছেন। করেছেন অভিনয়ও। ‘তুঘলক’, ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’, ‘ব্রোকেন ইমেজেস’-এর মতো নাটক পরিচালনা করেছেন তিনি।

১৯৮২ সালের ঐতিহাসিক পটভূমিকায় তৈরি সিনেমা ‘গান্ধী’তে মহম্মদ আলি জিন্নার ভূমিকায় অভিনয় করেন। ২০০০ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ২০১২ সালে পেয়েছিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমির ‘টেগোর রত্ন’ পুরস্কার।

0
0

This post was last modified on November 17, 2018 9:08 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন