বিজ্ঞাপন

KK Daughter Tamara মুখ খুললেন, পোস্ট করলেন দীর্ঘ বক্তব্য

গায়ক কেকে-র মৃত্যুতে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছেই। তাতে বাদ যাচ্ছে না কেকে-র সঙ্গীরা। আর তা নিয়েই এবার মুখ খুলেছেন KK Daughter Tamara ।
বিজ্ঞাপন

নিজের দলের সঙ্গে গায়ক কেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: গায়ক কেকে-র মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। সঙ্গে দোষারোপ পাল্টা দোষারোপের পালাও চলছে। সেই তালিকায় যেমন রয়েছেন আয়োজকরা, তেমনই তৃণমূল কংগ্রেসের ছাত্রপরিষদ, এমনকি বাদ যাচ্ছে না কেকে-র সঙ্গে থাকা তাঁর দলও। আর তা নিয়েই এবার মুখ খুলেছেন KK Daughter Tamara । তার সঙ্গে তিনি কেকে-র সঙ্গে তাঁর দলের দুটো ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘‘এই ছবিতে যাঁরা রয়েছেন আমার বাবার সঙ্গে সেই সব সুন্দর মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। যাঁরা বাবার সব ট্যুরের সঙ্গী থাকতেন এবং তাঁর শো-য়ের ক্ষেত্রে তাঁদের অনেক বড় ভূমিকা থাকত।’’

তিনি আরও লেখেন, ‘‘আমিহিতেশ আঙ্কলকে বলেছি, মা, নকুল ও আমি বাবার শেষ সময়ে তাঁর কাছে ছিলাম না। গুবাই বলারও সুযোগ পাইনি। কিন্তু আমরা খুশি যে তুমি তাঁর পাশে ছিলে। যেদিন থেকে তিনি বাবার সঙ্গে কাজ শুরু করেছে তখন থেকে বাবার চিন্তা চলে গিয়েছিল।’’ তিনি এর পর মূল প্রসঙ্গে এসেছেন, ‘‘আমি শুনেছি হিতেশ আঙ্কল ও শুভমের উদ্দেশে প্রচুর আক্রমনাত্মক মেল আসছে। ভাবুন যদি আজকে বাবা থাকতেন তাহলে কী ভাবতেন এগুলো দেখে?’’ পাশাপাশি তিনি বেশ কিছু সাংবাদিকদের উদ্দেশে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন গায়ক কেকে। একটি কলেজের অনুষ্ঠান ঘিরে গোটা হল গমগম করছিল। সেখানেই অসুস্থ বোধ করেন। কিন্তু অনুষ্ঠান ছেড়ে যাননি। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশে। কেকে প্রেমীরা পাগল হয়ে ওঠেন। তার আগের দিনই কেকে প্রসঙ্গে মন্তব্য করে রোষের শিকার হন গায়ক রূপঙ্কর। প্রায় একমাস কাটতে চলল কেকে নেই। কিন্তু অভিযোগের পালা চলছেই। আর সেটাই থামাতে আর্জি জানালেন তামারা। দেখে নিন কী লিখেছেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন