বিজ্ঞাপন

প্রয়াত পরিচালক রাজ কৌশল, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মন্দিরা বেদীর স্বামী

প্রয়াত পরিচালক রাজ কৌশল, বয়স হয়েছিল ৪৯ বছর। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী, সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রয়াত পরিচালক রাজ কৌশল, বয়স হয়েছিল ৪৯ বছর। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী, সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী। স্ত্রী মন্দিরা ছাড়াও রাজ রেখে গেলেন ছেলে বীর ও মেয়ে তারাকে। গত বছর ২৮ জুলাই মেয়েকে দত্তক নিয়েছিলেন রাজ ও মন্দিরা। সম্প্রতি মন্দিরা মেয়ের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় পরিবারের ছবি মাঝে মধ্যেই শেয়ার করতেন মন্দিরা। তা থেকেই প্রমান সুখি দাম্পত্য ছিল রাজ-মন্দিরার। সেই দাম্পত্যে ছেদ পড়ল। চলে গেলেন পরিবারের স্তম্ভ। সব সামাজিক নিয়ম ভেঙে স্বামীর শব কাঁধে তুলে নিলেন মন্দিরা। মুখাগ্নিও করেছেন নিজেই। বার বার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মন্দিরাকে।

রাজ কৌশল ছবি পরিচালনার পাশাপাশি ছবি প্রডিউসও করেছেন। ‘মাই ব্রাদার নিখিল’ ছবিটির প্রযোজক ছিলেন তিনি। তাঁর পরিচালনায় তৈরি হয়েছিল ‘পেয়ার মে কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ ও ‘অ্যান্থনি কৌন হ্যায়’। কপি রাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯৮-এ নিজের অ্যাড প্রোডাকশন সংস্থা শুরু করেন। তাঁর সংস্থা ৮০০-র উপর বিজ্ঞাপন বানিয়েছে।

বুধবার সকালে রাজের মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই তাঁদের বাড়িতে হাজির হন বলিউডে রাজ-মন্দিরার কাছের বন্ধুরা। রবিবারই বন্ধুদের সঙ্গে বাড়িতে পার্টি করেছিলেন রাজ-মন্দিরা। সেখানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, জাহির খান, আশিস চৌধুরীর মতো পরিচিত মুখরা। সেই পার্টির ছবি পোস্ট করে নেহা ধুপিয়া লেখেন, ‘‘রাজ আমরা এই ছবিটি তুলেছিলাম আরও অনেক স্মৃতি তৈরি করব বলে। বিশ্বাস হচ্ছে না তুমি আর আমাদের মধ্যে নেই। মন্দিরা আমার ভাষা হারিয়ে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না।’’

রাজ-মন্দিরার বাড়িতে সকালেই হাজির হন অভিনেতা রনিত রয়। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন মন্দিরা বেদী। মনোজ বাজপেয়ী লেখেন, ‘‘এর থেকে শকিং এবং দুঃখের খবর কিছু হতে পারে না যখন জানা যায় প্রিয় বন্ধু এবং রাজের মতো একজন অসাধারণ মানুষকে আমরা হারিয়েছি!! এই হারানোর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে।’’ অনুপম খের লেখেন, ‘‘রাজ কৌশলের প্রয়ানের খবরে আমি খুবই দুঃখিত। একজন বন্ধু, ফিল্ম মেকার এবং একজন পজিটিভ মানুষ। বেশ কিছু দারুণ স্মৃতি রয়েছে ওর সঙ্গে কাজ করার, সময় কাটানোর কয়েক বছর আগে।’’

মাধবন লেখেন, ‘‘আমি জানি না কী বলা উচিত। কোনও শব্দ, কোনও লাইন যথেষ্ট নয় এই ভয়ঙ্কর খবরের জন্য, একজন অসাধারণ মানুষ, সোনার হৃদয় চলে গেল। আমাদের জগতটা বড্ড ছোট হয়ে গেল।’’ আর্শাদ ওয়ার্সি লেখেন, ‘‘আজ আমি খুব কাছের এক বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। অনেক বছর ধরে চিনি রাজ কৌশলকে একটি ছবি করার কারণে। ওর সঙ্গের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সব সময় হাসি খুশি থাকত। সব সময় প্রয়োজনে পাশে থাকত। তোমাকে মিস করব।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 30, 2021 9:30 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন