বিজ্ঞাপন

হীরক জয়ন্তীতে দিল্লির করোলবাগ বঙ্গীয় সংসদ, উদ্‌যাপনে নাটকের উৎসব

হীরক জয়ন্তীতে দিল্লির করোলবাগ বঙ্গীয় সংসদ, সেই উৎসব সমারোহের প্রধান আকর্ষণ বাংলা নাটক। দিল্লির সাতটি নাটকের দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই উৎসবে।
বিজ্ঞাপন

করোলবাগ বঙ্গীয় সংসদ-এর ‘পরশ পাথর’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: হীরক জয়ন্তীতে দিল্লির করোলবাগ বঙ্গীয় সংসদ, সেই উৎসব সমারোহের প্রধান আকর্ষণ বাংলা নাটক। দিল্লির সাতটি নাটকের দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই উৎসবে।

থাকছে করোলবাগ বঙ্গীয় সংসদের নিজস্ব প্রযোজনা, পরশুরামের গল্প অবলম্বনে ‘পরশপাথর’। নাটকটির নির্দেশনার দায়িত্বে কলকাতার অভিনেতা ও নাট্য নির্দেশক শান্তনু গঙ্গোপাধ্যায়।


এমন আরও খবর পড়তে ক্লিক করুন

‘পরশ পাথর’

এই নাটকে বেশ কয়েকটি প্রসঙ্গে শিল্পসম্মত সম্মিলন ঘটেছে। উদ্ভট কল্পনা, বিশ্ব অর্থনীতি তথা আন্তর্জাতিক রাজনীতির সমস্যা, মানব স্বভাবের মৌল দুর্বলতার প্রতি কটাক্ষ, কৌতুককর প্রেম কাহিনি ও বস্তুবাদী জীবনবোধ উপস্থাপিত হয়েছে। আধুনিক বিশ্ব সভ্যতায় স্বর্ণমান-অর্থমানের এ দিক ও দিক হলে কী প্রলয়কাণ্ড ঘটে যেতে পারে, তার চিত্র এই নাট্যে উঠে এসেছে। উৎসবের শেষ দিনে এই নাটকটি মঞ্চস্থ হবে। ইতিমধ্যে দিল্লি ও কলকাতায় দু’বার এই নাটকটি মঞ্চস্থ হয়েছে।

উৎসবের অন্য দলগুলি যে নাটক নিয়ে আসছে—

নবপল্লি নাট্য সংস্থার ‘নকশালবাড়ি’। নির্দেশনা বিশ্বজিৎ সিংহ।

সৃজনী সোশিও কালচারাল অ্যাসোশিয়েশনের ‘উত্তরণ’। নির্দেশনা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজের ‘ইঁদুরকল’। নির্দেশনা অয়ন বন্দোপাধ্যায়।

পিপলস থিয়েটার গ্ৰুপের ‘গর্ভজাত’। নির্দেশনা নিলয় রায়।

‘পরশ পাথর’

ড্রামা সোসাইটি আকৃতির ‘মৃত্যুসঙ্গীত’। নির্দেশনা শৌভিক সেনগুপ্ত।

সংশপ্তকের ‘অনির্বচনীয় রবি’। নির্দেশনা শ্রীময়ী দাশগুপ্ত।

স্বপ্ন এখনের ‘মহেশ’। নির্দেশনা শমীক রায়।

এই নাটকের উৎসব চলবে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর নয়াদিল্লির মান্ডি হাউসের এলটিজি প্রেক্ষাগৃহে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on November 30, 2019 2:21 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন