বিজ্ঞাপন

পর্দার মিলখা সিং ফারহান আখতার লিখলেন, ‘‘সব সময় বেঁচে থাকবেন’’

পর্দার মিলখা সিং ফারহান আখতার দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন চরিত্র। ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় এই প্রজন্ম দেখেছিলেন উড়ন্ত শিখকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: পর্দার মিলখা সিং ফারহান আখতার দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন চরিত্র। ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় এই প্রজন্ম দেখেছিলেন উড়ন্ত শিখকে। শুক্রবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিয়েল লাইফ মিলখা সিংয়ের। আর পর্দার মিলখা সিং ফারহান আখতার শনিবার তাঁর রিয়েল লাইফ হিরোকে নিয়ে লিখলেন তাঁর মনের কথা। এই ছবি করতে গিয়ে বার বার দেখা হয়েছে বর্যীয়ান এই মানুষটির সঙ্গে। তাঁর থেকে শিখেছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নানান কারুকাজ। অভিনয়ের বাইরে বাস্তব জীবনেও বার বার কাজে লেগেছে ফারহানের, তিনি অতীতে অনেকবারই বলেছেন সে কথা। এদিন মিলখা সিং-এর মৃত্যু তাঁর কাছে আরও এক অভিভাবককে হারানোর মতো।

তিনি লেখেন, ‘‘প্রিয় মিলখা জি, আমার ভিতরের একটা অংশ এখনও এটা মানতে চাইছে না যে আপনি আর নেই। হয়তো এটা সেই একগুয়ে দিক যা আমি আপনার থেকেই পেয়েছিলাম। সেই দিক যা একবার কিছু স্থির করে নেয় এবং তা থেকে কখনও পিছু হটে না।’’

ফারহান জানিয়েছেন, কী ভাবে হার্ডওয়ার্ক, সততা এবং দৃঢ়তা একজন মানুষকে তাঁর পায়ে দাঁড় করিয়ে দেয়। তিনি লেখেন, ‘‘এবং সত্যিটা হল যে আপনি সব সময় বেঁচে থাকবেন। কারণ আপনি অনেকবেশি ব হৃদয়, ভালবাসার, উষ্ণ এবং মাটির কাছের মানুষ। আপনি একটা ভাবনার প্রতিনিধত্ব করছেন।’’

এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আপনি একটাস্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। আমি প্রতিনিধিত্ব করেছেন কী ভাবে হার্ডওয়ার্ক, সততা এবং দৃঢ়তা একজন মানুষকে নিজর পায়ে দাঁড়িয়ে আকাশ ছুঁতে দেয়।’’ নিজের সঙ্গে মিলখা সিংয়ের একটি ছবি পোস্ট করেছেন ফারহান। সেখানে পিছনে মিলখার কম বয়সের একটি ছবি দেখা যাচ্ছে দৌঁড়ের। ২০১৩ সালে রাকেশ ওম প্রকাশ মেহেরার পরিচালনায় তৈরি হয়েছিল মিলখা সিংয়ের বায়োপিক। যা বক্স অফিসে ফিটও করেছিল।

ফারহান লেখেন, ‘‘আপনি আমাদের সবার জীবনকে স্পর্শ করেছেন। তাঁদের জন্য যাঁরা আপনাকে জানত বাবা এবং বন্ধু হিসেবে। এটা আশীর্বাদ। যাঁরা পাননি তাঁদের জন্য আপনার কাহিনী প্রতিনিয়ত প্রেরণার কাজ করবে। আমি হৃদয় দিয়ে আপনাকে ভালবাসি।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন