বিজ্ঞাপন

Rupankar Bagchi সাংবাদিক বৈঠকে ক্ষমা চাইলেন না, শুধুই দুঃখপ্রকাশ

Rupankar Bagchi সাংবাদিক বৈঠক করলেন শুক্রবার। কলকাতা প্রেস ক্লাবে তিনি এ দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: Rupankar Bagchi সাংবাদিক বৈঠক করলেন শুক্রবার। কলকাতা প্রেস ক্লাবে তিনি এ দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে শুধু একটি বিবৃতিই পড়েছেন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি।

যদিও প্রশ্নের কোনও সুযোগও দেননি শিল্পী। বিবৃতির শেষেই জানিয়েছিলেন, ‘আমি আজ আপনাদের কারও সঙ্গে আলাদা করে কোনও কথা বলছি না। পরে নিশ্চয়ই বলব। কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইছি আগাম।’

এ দিনের বৈঠকে যদিও তাঁর করা কেকে-মন্তব্য প্রসঙ্গে ক্ষমা চাননি রূপঙ্কর। শুধুই দুঃখপ্রকাশ করেছেন। যে বিবৃতি তিনি পাঠ করেছেন, তার শুরুতেই লেখা ছিল, ‘প্রথমেই প্রয়াত কেকে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত ক’দিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে, এখানে পৌঁছবার আগে সেটি আমি ফেস বুক থেকে ডিলিট করলাম।’’

এর পরেই তিনি পড়েন, ‘‘পরলোকগত গায়কের পরিবারের কারও সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু আপনাদের মাধমে মুম্বইবাসী… তাঁদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

বিবৃতিতে রূপঙ্কর লিখেছেন, ‘‘আমার সংগীত জীবনে এই রকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি যেখানে ওড়িশায় বসে করা একটা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ। নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে।’’

পড়ুন রূপঙ্করের সেই বিবৃতি…

এই বিবৃতি পাঠ করেই প্রেস ক্লাব থেকে বেরিয়ে যান রূপঙ্কর এবং তাঁর স্ত্রী চৈতালি।

এর আগে এ দিন সকাল থেকেই নেটমাধ্যমে মিও আমোরে নামে একটি কেক প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। তাঁদের দাবি, ওই সংস্থাকে বয়কট করা হোক। কারণ, ওই সংস্থার বিজ্ঞাপনী জিঙ্গলটি গেয়েছেন রূপঙ্কর। এর পর মিও আমোরের তরফে জানিয়ে দেওয়া হয়, রূপঙ্করের করা মন্তব্যের কোনও দায় তাদের নেই। তারা সোশ্যালমিডিয়ায় পোস্ট করে, ‘গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথা সময়ে সিদ্ধান্ত নেব।’

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

This post was last modified on June 4, 2022 3:24 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন