বিজ্ঞাপন

সাহানা বাজপেয়ী গান গাইতে পারবেন না এক মাস, স্বরযন্ত্রে রক্তক্ষরণ

সাহানা বাজপেয়ী গান গাইতে পারবেন না এক মাস। সাহানার স্বরযন্ত্রে রক্তক্ষরণের কারণে প্রায় এক মাস কথা বলা এবং গান গাওয়া বন্ধ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সাহানা বাজপেয়ী গান গাইতে পারবেন না এক মাস। স্বরযন্ত্রে রক্তক্ষরণের কারণে প্রায় এক মাস কথা বলা এবং গান গাওয়া বন্ধ তাঁর। সাহানা নিজেই ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালমতো রক্ষক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’

এর পরই খানিক কৌতুক মিশিয়ে সাহানা লিখেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাঁদের উপর আমি চিৎকার করি, তাঁদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’

বেশ কিছু দিন যাবৎ গবেষণার কাজের জন্য সাহানা রয়েছেন বাংলায়। কখনও শান্তিনিকেতন, কখনও কলকাতায় থাকছেন। এর মধ্যে একাধিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। কয়েক ঘণ্টা আগে সাহানার এই পোস্টের পরই শিল্পী নিজে ফেসবুকে তাঁর সাম্প্রতিক একটি গানের লিঙ্ক শেয়ার করেছেন। লালনের ‘জাত গেল’ গানটি নয়া আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি। সম্প্রতি একটি চলচ্চিত্রের জন্য রেকর্ড করেছেন ‘মুখ ফেরায়ে না মন’ গানটি। তার পরই অকস্মাৎ তাঁর কণ্ঠ স্তব্ধ।

সাহানার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান শোনা গিয়েছে একাধিক মাধ্যমে। বহু বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। আপাতত এক মাস তাঁকে চুপচাপই থাকতে হবে।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on November 14, 2021 9:01 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন