বিজ্ঞাপন

স্বস্তিকা মুখোপাধ্যায়: বাবা নেমে এসে উদোম ক্যালাবে, বেঁকে বসতেও পারি না

স্বস্তিকা মুখোপাধ্যায় ‘সজাগ’ টুইটারে। এ বার মজার ছলে তিনি একেবারে ‘শিড়দাঁড়া’য় আঘাত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় একটি টুইট করেন।
বিজ্ঞাপন

স্বস্তিকা মুখোপাধ্যায়

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: স্বস্তিকা মুখোপাধ্যায় ‘সজাগ’ টুইটারে। এ বার মজার ছলে তিনি একেবারে ‘শিড়দাঁড়া’য় আঘাত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন—

‘রোজ সকালে উঠে নতুন এক কাজ হয়েছে। দ্রুতগতিতে দেখে নিই শিরদাঁড়াটা আছে কি না। সোজা, ব্যাঁকা তো পরের কথা, পুরোটাই হাপিস হয়ে যাচ্ছে কি না।
না, আমারটা সোজা আছে যা দেখলাম।
বাবা নেমে এসে উদোম ক্যালাবে, ওই ভয়ে একটু বেঁকে বসতেও পারি না’।


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

এর আগে কবি শ্রীজাত লিখেছিলেন—

‘মানুষ হতে মানুষ আসে
বিরুদ্ধতার ভিড় বাড়ায়,
তুমিও মানুষ, আমিও মানুষ,
তফাত শুধু শিরদাঁড়ায়’।

এমনিতেই সোজাসাপটা কথাবার্তার জন্য যথেষ্ট ‘সুনাম’ আছে স্বস্তিকার। তবে এ দিনের টুইটে তাঁর রাজনৈতিক সচেতনতা প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন অনেকে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 5, 2021 2:59 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন