বিজ্ঞাপন

তনুশ্রী দত্ত মুখ খুললেন ১০ বছর পর, আঙুল তুললেন কোন অভিনেতার দিকে?

তনুশ্রী দত্ত , বেশ সারা জাগিয়েই বলিউডে পা রেখেছেল এই বঙ্গ কন্যা। কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়েও গেলেন। তেমনভাবে নিজের জায়গা তৈরি করতে পারলেন না প্রতিযোগিতার এই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: তনুশ্রী দত্ত , বেশ সারা জাগিয়েই বলিউডে পা রেখেছেল এই বঙ্গ কন্যা। কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়েও গেলেন। তেমনভাবে নিজের জায়গা তৈরি করতে পারলেন না প্রতিযোগিতার এই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে এক অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তনুশ্রী। ঘুরিয়ে তাঁর বলিউড থেকে সরে যাওয়ার পিছনে তাঁকেই দায়ী করলেন এই অভিনেত্রী।

২০০৮ এর ঘটনা। ‘হর্ণ ওকে প্লিজ’ ছবিতে কাজ করছিলেন তনুশ্রী দত্ত। সেই সিনেমার সেটেই তাঁকে চূড়ান্ত হেনস্তা করেন এক অভিনেতা। সেই ছবিতে তাঁর সঙ্গে কাজ করছিলেন নানা পাটেকর, মুজাম্মিল ইব্রাহিম ও রিমি সেন। সেখানেই নাকি নানা পাটেকরের দ্বারা হেনস্তা হয়েছিলেন তিনি। তনুশ্রী বলেন, সবাই জানতে চায় কেন ভারতে ‘মি টু’ মুভমেন্ট তেমনভাবে কাজে লাগল না। এটা কখনও হবে না যদি না ২০০৮ এ আমার সঙ্গে যা ঘটেছে সেটা না মেনে নেয়। আমি মনে হয় এই দেশে প্রথম যে প্রতিবাদ করেছিল আর রুকে দাড়িয়েছিল। সবাই দেখেছে কী হয়েছে। সবার মনে রয়েছে। আর সব থেকে বড় বার্তা হল, তনুশ্রী দত্ত বলেছিল হেনস্তার বিরুদ্ধে আর তার পর সে আর কোথাও নেই।’’

এর সঙ্গে তনুশ্রী যোগ করে দেন, ‘‘গোটা ইন্ডাস্ট্রি দেখেছিল কী হয়েছিল। কিন্তু সেখানে এমন একজনও ছিল না যে এটাও প্রতিবাদের ভাষা বলতে পারে। এই দেশের প্রতিটি মানুষ আমার ঘটনা জানে। আর এটা এমন একটা ঘটনা যেটা ন্যাশনাল টিভি চ্যানেলে তিন ধরে চলেছিল। কিন্তু এখনও সেটা নিয়ে একটা অদ্ভুত নিরবতা বিরাজ করে।’’

মুখোশের আড়ালে , ধারাবাহিকের গল্প ঘুরছে অন্যদিকে

এই সাক্ষাৎকারে অনেকদিন পর আবার সামনে চলে এলেন তনুশ্রী। যেখানে প্রতিবাদের সঙ্গে আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি। বলেন, ‘‘এই ঘটনার পর আমার কাছে বেশ কিছু অফার এসেছিল। কিন্তু আমি কোনওটাই নিইনি। আমি একটা ভয়ের মধ্যে থাকতাম। যার ফলে আমি আর সেটে যেতে চাইতাম না। যখন একবার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে তখন মনে হবে সবাই একইরকম। তোমার মনেই হবে না তোমার চারদিকে কোনও ভাল মানুষ থাকতে পারে।’’

তবে সব ভয় কাটিয়ে তনুশ্রী আবার বলিউডে ফেরার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বলেন, ‘‘আমার ফেরাটা খুব জরুরী ছিল। ক্ষতটা সারাতে হত। আজকে আমার মধ্যে একটা পরিষ্কার ধারণা রয়েছে। আমি যদি অভিনয়ে ফিরি তা হলে আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি সঠিক কাজ ও মানুষ নির্বাচন করতে পারব। সঙ্গে নিজেকে একটা ভাল জায়গায় রাখতে পারব। অথবা সব কিছু থেকে দূরে থাকব।’’

২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে কাজ শুরু। এর পর ঢোল, গুড বয়, ব্যাড বয়, রাকিবের মতো ছবিতে কাজ করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে ২০১০-এ অ্যাপার্টমেন্ট ছবিতে।

0
0

This post was last modified on September 28, 2018 9:48 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন