বিজ্ঞাপন

অমিত শাহ মনোনয়ন জমা দিলেন গান্ধীনগর থেকে, পথে এনডিএ-র গ্র্যান্ড শো

অমিত শাহ লোকসভা নির্বাচনের মনোনয়ন পেশ করলেন। জীবনে প্রথম বার তিনি লোকসভায় লড়বেন। শনিবার গুজরাটের গান্ধীনগরের কালেক্টরেট অফিসে তিনি মনোনয়ন জমা দিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: অমিত শাহ লোকসভা নির্বাচনের মনোনয়ন পেশ করলেন। জীবনে প্রথম বার তিনি লোকসভায় লড়বেন। শনিবার গুজরাটের গান্ধীনগরের কালেক্টরেট অফিসে তিনি মনোনয়ন জমা দিলেন।

এ দিন তাঁর মনোনয়নকে ঘিরে গ্র্যান্ড শোয়ের আয়োজন করে বিজেপি। সেখানে এনডিএ-র প্রতিনিধিদের অনেককেই দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বের পাশে। অরুণ জেটলি, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ীর সঙ্গে ছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, এনডিএ শরিক শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল, লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান।

তবে এ দিনের এই শোয়ো চোখে পড়ার মতো অনুপস্থিতি ছিল গান্ধীনগরের বিদায়ী সাংসদ লালকৃষ্ণ আডবাণীর। এক কালে এই গান্ধীনগরে তাঁর নির্বাচনী ম্যানেজার ছিলেন অমিত। গোটা গাঁধীনগরে একটা পোস্টারেও দেখা যায়নি আডবাণীকে। তবে অমিত শাহ বলেছেন, ‘‘আডবাণীজির পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। যে আসন থেকে আডবাণীজি, অটলবিহারী বাজপেয়ী, গণেশ মভলঙ্কর প্রার্থী হয়েছেন, সেখান থেকে আমাকে প্রার্থী করেছে দল, আমার সৌভাগ্য।’’

বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক ইদানিং তলানিতে ঠেকেছিল। কিন্তু, সেই সম্পর্ক যে জোড়া লেগেছে এ দিনের গ্র্যান্ড শোয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উপস্থিতিত তার প্রমাণ। এ দিন তিনি বলেন, ‘‘আমাদের সমস্যা মিটে গিয়েছে। হিন্দুত্ব আমাদের বেঁধে রেখেছে।’’

এ দিন মঞ্চ থেকে জনতার উদ্দেশে অমিত বলেন, ‘‘এ বারের ভোট হবে একটা মাত্র ইস্যুতে, দেশের নেতৃত্ব কে দেবেন? একটাই শব্দ শুনতে পাবেন, মোদী, মোদী মোদী। যিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার আগে পঞ্চায়েত ভোটেও লড়েননি, মাত্র পাঁচ বছরে তিনি সারা দেশের প্রিয় হয়ে গেলেন কী করে? কারণ ৭০ বছর ধরে মানুষ যে নেতার অপেক্ষায় ছিলেন, তাঁকে মোদীর মধ্যেই খুঁজে পেয়েছেন তাঁরা।’’

চাবিক্রেতা হিসেবে মোদীর অতীতকে গত ভোটে অস্ত্র করেছিল বিজেপি। আর অমিতকে তুলে ধরা হল দেওয়াল-লেখা বুথকর্মী থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া এক বিজেপি সদস্য হিসেবে। রাজনাথ এ দিন অমিতকে আডবাণীর উত্তরাধিকারী হিসাবে উল্লেখ করেন।

(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

This post was last modified on April 1, 2019 9:17 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন