বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প সপরিবারে ভারতের মাটিতে ৩৬ ঘণ্টা, জেনে নিন কমর্সূচি

ডোডোনাল্ড ট্রাম্প সপরিবারে ভারতের মাটিতে ৩৬ ঘণ্টা, জেনে নিন কমর্সূচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু’দিনের ভারত সফরে তাঁর সফরসঙ্গী স্ত্রী।
বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প ভারতে। সঙ্গে নরেন্দ্র মোদী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প – ভারত পরিদর্শন (সূচি)

সোমবার
সকাল ১১.৫৫: আমদাবাদে আগমন
দুপুর ১২.৩০ থেকে দুপুর ৩টে : ট্রাম্প মোতেরা স্টেডিয়ামে থাকবেন এবং ভাষণ দেবেন।
বিকেল ৩.৩০: আগরার উদ্দেশে রওনা
বিকেল ৪.৪৫: আগরা পৌঁছবেন
সন্ধ্যা ৫.১০ থেকে ৬.১০: তাজমহল ঘুরে দেখবেন
সন্ধ্যা ৬.৪৫: আগ্রা থেকে দিল্লির উদ্দেশে রওনা
রাত ৭.৩০: দিল্লি পৌঁছবেন
রাত ৮টা: বিশ্রাম

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন


মঙ্গলবার

সকাল ৯.৫৫ থেকে ১০.১৫: রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। সেখানে স্বাগত অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল ১০.৪৫ থেকে ১১টা: রাজঘাটে যাবেন
সকাল ১১.২৫ থেকে দুপুর ২.৩০: দ্বিপাক্ষিক কর্মসূচির জন্য হায়দরাবাদ হাউস পৌঁছবেন। তার পর রয়েছে যৌথ বিবৃতি।
দুপুর ২.৫৫: ব্যবসায়িক ইভেন্টের জন্য রোজভেল্ট হাউস পৌঁছান।
বিকেল ৪টে: দূতাবাসে ট্রাম্পের সাক্ষাত ও অভিবাদন (বন্ধ প্রেস)
বিকেল ৪.৪৫: বিশ্রাম
সন্ধ্যা ৭.২৫ থেকে ৮টা: সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন
রাত ৮টা থেকে ৯.৩০টা: রাষ্ট্রীয় ভোজ
রাত ১০টা: জার্মানির উদ্দেশে যাত্রা করবেন


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 25, 2020 2:15 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন