ডোনাল্ড ট্রাম্প সপরিবারে ভারতের মাটিতে ৩৬ ঘণ্টা, জেনে নিন কমর্সূচি

ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প ভারতে। সঙ্গে নরেন্দ্র মোদী।

জাস্ট দুনিয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প – ভারত পরিদর্শন (সূচি)

সোমবার
সকাল ১১.৫৫: আমদাবাদে আগমন
দুপুর ১২.৩০ থেকে দুপুর ৩টে : ট্রাম্প মোতেরা স্টেডিয়ামে থাকবেন এবং ভাষণ দেবেন।
বিকেল ৩.৩০: আগরার উদ্দেশে রওনা
বিকেল ৪.৪৫: আগরা পৌঁছবেন
সন্ধ্যা ৫.১০ থেকে ৬.১০: তাজমহল ঘুরে দেখবেন
সন্ধ্যা ৬.৪৫: আগ্রা থেকে দিল্লির উদ্দেশে রওনা
রাত ৭.৩০: দিল্লি পৌঁছবেন
রাত ৮টা: বিশ্রাম

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন


মঙ্গলবার

সকাল ৯.৫৫ থেকে ১০.১৫: রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। সেখানে স্বাগত অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল ১০.৪৫ থেকে ১১টা: রাজঘাটে যাবেন
সকাল ১১.২৫ থেকে দুপুর ২.৩০: দ্বিপাক্ষিক কর্মসূচির জন্য হায়দরাবাদ হাউস পৌঁছবেন। তার পর রয়েছে যৌথ বিবৃতি।
দুপুর ২.৫৫: ব্যবসায়িক ইভেন্টের জন্য রোজভেল্ট হাউস পৌঁছান।
বিকেল ৪টে: দূতাবাসে ট্রাম্পের সাক্ষাত ও অভিবাদন (বন্ধ প্রেস)
বিকেল ৪.৪৫: বিশ্রাম
সন্ধ্যা ৭.২৫ থেকে ৮টা: সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন
রাত ৮টা থেকে ৯.৩০টা: রাষ্ট্রীয় ভোজ
রাত ১০টা: জার্মানির উদ্দেশে যাত্রা করবেন


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)