বিজ্ঞাপন

মুলায়ম সিংহ যাদব বোমা ফাটালেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফের মোদীকেই চান!

মুলায়ম সিংহ যাদব বোমা ফাটালেন সংসদে। বিজেপি বিরোধী শিবিরকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে মুলায়ম সিংহ যাদব ফের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চেয়ে বসলেন।
বিজ্ঞাপন

মুলায়ম, অখিলেশ এবং মোদী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: মুলায়ম সিংহ যাদব বোমা ফাটালেন সংসদে। বুধবার সংসদে ছিল লোকসভা ভোটের আগে শেষ দিনের বক্তৃতা। সেই সময়ে বিজেপি বিরোধী শিবিরকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে মুলায়ম সিংহ যাদব ফের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চেয়ে বসলেন।

মুলায়ম সিংহ যাদব-এর পাশে তখন বসে সনিয়া গাঁধী। বিরোধী দলের অন্য নেতারাও রয়েছেন। উল্টো দিকে ট্রেজারি বেঞ্চে বসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই সময়েই বোমাটা ফাটালেন মুলায়ম।

আসন্ন লোকসভা নির্বাচনে সংসদের সব সদস্যই যাতে ভোটে জিতে ফিরে আসেন, সেই শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করছিলেন সমাজবাদী পার্টির নেতা। হঠাৎ করেই নরেন্দ্র মোদীর উদ্দেশে মুলায়ম সিংহ যাদব বললেন, ‘‘শুভেচ্ছা রইল প্রধানমন্ত্রীজি। আপনিই আবার প্রধানমন্ত্রী হোন।’’

সঙ্গে সঙ্গে মোদীর মুখে হাসি ছড়িয়ে গেল। বিজেপি সাংসদেরা ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে উঠলেন। এর পর সকলকে আরও অবাক করে দিয়ে মুলায়ম সিংহ যাদব মোদীকে হাতজোড় করে নমস্কার করলেন। হাসতে হাসতে প্রতি নমস্কার করলেন মোদীও।

মুলায়মের পাশে বসে থাকা সনিয়া গান্ধী যে গোটা ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন, সেটা স্পষ্ট। কার্যত মুখ ঘুরিয়ে নিতে দেখা গেল তাঁকে

এর পর যখন মোদী বক্তৃতা করতে এলেন, তখন তিনি পাল্টা শুভেচ্ছা জানালেন মুলায়মকে। মোদীর কথায়, ‘‘মুলায়মজি শুভেচ্ছা জানিয়েছেন, আমি কৃতজ্ঞ।’’

মুলায়মের এমন আশ্চর্য শুভেচ্ছায় অবাক কংগ্রেস শিবির। মুলায়মের এমন কাণ্ড নিয়ে পরে রাহুল গাঁধী বলেন, ‘‘উনি যা বলেছেন, তার সঙ্গে সহমত নই। তবে সংসদীয় রাজনীতিতে মুলায়ম সিংহ যাদব-এর গুরুত্ব অনেক।’’

লোকসভা ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি বলা যায়। তার মধ্যেই বাবার এমন কথায় একটু অস্বস্তিতে ছেলে অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির নেতারা মুলায়মের মন্তব্য থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছেন।

কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাতে বিরোধী জোটের অন্যতম মুখ তাঁর ছেলে অখিলেশ যাদব। অথচ বাবা মুলায়ম চাইছেন, ফের ক্ষমতায় আসুন মোদী!

এর পর মোদীর বক্তব্যে যদিও কটাক্ষ ছিল রাহুলের প্রতি। তিনি বলেন, ‘‘প্রথম বার সাংসদ হয়ে আমি শিখেছি, ‘গলে মিলনা’ আর ‘গলে পড়না’-র তফাৎ কী। আমি শিখেছি ‘আখোঁ কি গুস্তাকিয়াঁ’ বলতে কী বোঝায়।’’

গত বছর লোকসভায় রাহুল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘‘আপনি আমাকে ঘৃণা করেন। আপনার কাছে আমি পাপ্পু। কিন্তু আমি আপনাকে ভালোবাসি ও সম্মান করি। কারণ আমি কংগ্রেসকর্মী।’’— এই বলে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন।

কিন্তু এ দিন রাজনৈতিক মহলকে চমকে দিয়েছেন মুলায়ম সিংহ যাদব একাই।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 14, 2019 2:17 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন