বিজ্ঞাপন

পরেশ বরুয়া মারা গিয়েছেন, খবর ঘিরে বিভ্রান্তি দিনভর

পরেশ বরুয়া মারা গিয়েছেন, এমন খবরেই সকাল থেকে চাঞ্চল্য ছড়াল গোটা অসমে। তবে, দুপুরে তাঁর সংগঠন আলফা (স্বাধীন)-র তরফে জানিয়ে দেওয়া হয় খবর মিথ্যে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: পরেশ বরুয়া মারা গিয়েছেন, এমন খবরেই সকাল থেকে চাঞ্চল্য ছড়াল গোটা অসমে। তবে, এ দিন দুপুরে তাঁর সংগঠন আলফা (স্বাধীন)-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তাদের সংগঠনের প্রধান পরেশ বরুয়ার মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা এবং ভিত্তিহীন।

বুধবার সকাল থেকেই খবর ছড়ায়, চিন-মায়ানমার সীমান্তের রুইলিতে একটি পথ দুর্ঘটনায় পরেশ বরুয়া মারাত্মক জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সেনা গোয়েন্দাদের একটা অংশ দাবি করেন, মায়ানমার সীমান্তের ওপারে টাগা নামে একটি জায়গা থেকে তাঁদের ‘সোর্স’-এর মাধ্যমে একটি দুর্ঘটনার খবর এসেছে।

ওই সূত্র তাঁদের জানিয়েছে, পরেশ বরুয়া চিন-মায়ানমার সীমান্তের রুইলি থেকে উত্তর মায়ানমারের টাগাতে যাচ্ছিলেন। সে রাস্তাতেই দুর্ঘটনা ঘটে জখম হন পরেশ।

নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করল ৬২ জন কট্টর মাওবাদী

তবে, বেলা বাড়তেই ওই মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরেশ বরুয়ার এক কালের ঘনিষ্ঠ তথা আলফার আলোচনাপন্থী নেতা অনুপ চেতিয়া সংবাদমাধ্যমে দাবি করেন, পরেশের মৃত্যুর খবর ঠিক নয়। কারণ কয়েক দিন আগেই তাঁর সঙ্গে পরেশের কথা হয়েছে।

মাস তিনেক আগে পরেশ একটি দুর্ঘটনার কবলে পড়েন। সে কথা ওই সময় অনুপকে ফোন করে পরেশই দিয়েছিলেন বলে অনুপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এমনকি, পরেশের পরিবারও তাঁর মৃত্যুর কোনও সংবাদের সত্যতা স্বীকার করেনি।

এর পরেই আলফার তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, পরেশ বরুয়ার দুর্ঘটনার খবর ও মৃত্যু দুটোই অসত্য সংবাদ। আলফার দাবি, ভারতীয় গোয়েন্দারা ইচ্ছাকৃত ভাবেই এই খবর ছড়িয়ে দিয়েছে।

0
0

This post was last modified on November 8, 2018 10:32 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন