বিজ্ঞাপন

টিকার দু’টি ডোজ নিয়েও ৯৩ শতাংশ পুলিশকর্মী করোনা-আক্রান্ত

টিকার দু’টি ডোজ নিয়েছিলেন ওঁরা। প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবেই। কিন্তু তার পরেও তাঁদের মধ্যে ৯৩ শতাংশ করোনা-আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: টিকার দু’টি ডোজ নিয়েছিলেন ওঁরা। প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবেই। কিন্তু তার পরেও তাঁদের মধ্যে ৯৩ শতাংশ করোনা-আক্রান্ত হয়েছেন। উত্তরাখণ্ডের পুলিশকর্মীদের সংক্রমণের এই চিত্র কিছুটা হলেও উদ্বেগে রেখেছে রাজ্য প্রশাসনকে। তবে বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলে আসছিলেন, করোনার টিকা নেওয়া মানেই আর সংক্রমণ হবে না, এমনটা মোটেও নয়। বরং টিকা নিলে সংক্রমণের মাত্রা অনেকটা কমবে। তবে তারও কিছু নিয়ম আছে। টিকা নিয়েও নিজেকে সব নিয়মের ঊর্ধ্বে তুলে দিলে চলবে না। বরং টিকা নেওয়ার পর ১৫ দিন পর্যন্ত সময় দিতে হবে কাজ করার।

উত্তরাখণ্ড সরকারের তরফে বৃহস্পতিবার জানানো হয়, সে রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৩৮২ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন মারাও গিয়েছেন। ওই কর্মীদের মধ্যে ৭৫১ জনের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। এর পরেই টিকাপ্রাপ্তদের বিষয়ে সবিস্তার তথ্য প্রকাশ করে সরকার। জানানো হয়, টিকাপ্রাপ্ত পুলিশকর্মীদের মধ্যে যাঁরা দু’টি ডোজ নিয়েছেন ইতিমধ্যেই, তাঁদের ৯৩ শতাংশই টিকা পাওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কম।

তবে করোনার দ্বিতীয় ঢেউ যখন দেশে আছড়ে পড়ে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শুধু প্রতিষেধক নেওয়াই নয়, করোনা সংক্রান্ত বাকি নিয়মবিধি পালনই কিছুটা হলেও ঠেকাতে পারে সংক্রমণ। বিশেষজ্ঞরাও একই কথা বলছিলেন। তাঁদের মতে, করোনার টিকা নেওয়া অনেকটা হেলমেট পরে বাইক চালানোর মতো। দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু তার ফলে প্রাপ্ত আঘাত প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা কমাবে। টিকা নিলে করোনআ হতেই পারে। কিন্তু সংক্রমণের মাত্রা প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা অনেকটাই কম এ ক্ষেত্রে।

ঘটনাচক্রে দেশ জুড়েই টিকাপ্রাপ্তদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের সংক্রমণের মাত্রা কম। এমনকি টিকাপ্রাপ্ত করোনা-আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও নগন্য। উত্তরাখণ্ডেও পুলিশকর্মীদের মধ্যে মৃত্যুর হার খুবই সামান্য। বিশেষজ্ঞদের মতে, ওই কর্মীরা টিকার দু’টি ডোজ নিয়েছিলেন বলেই তাঁদের সংক্রমণ প্রাণঘাতী হয়ে ওঠেনি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 3, 2021 11:37 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন