বিজ্ঞাপন

কেন্দ্রের নয়া কৃষি আইন বাধ্যতামূলক নয়, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী

কেন্দ্রের নয়া কৃষি আইন বাধ্যতামূলক নয়, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে এই প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইন বাধ্যতামূলক নয়, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে কৃষক আন্দোলন প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘নয়া আইনগুলো আসলে কৃষকদের সামনে অন্য বিকল্প। এটা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কৃষিক্ষেত্রে নতুন ব্যবস্থার বদলে কৃষকেরা যদি পুরনো ব্যবস্থায় মুনাফা পান, তাঁরা সেটাই ব্যবহার করতে পারেন। কৃষকদের কাছে যেখানে খুশি ফসল বিক্রির সুবিধা রয়েছে।’’

তার আগে এ দিন লোকসভায় কৃষি আইন নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন, ‘‘এই আইনের ফলে মাত্র কয়েকটি রাজ্যই লাভবান হবে। যে আইনে সকলে উপকৃত হবে না, তা আনার দরকার কি?’’ মোদীর ভাষণের সময় বার বার ওই আইন প্রত্যাহারের স্লোগান দেন অধীর। এর পরেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরকে থামিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘থামুন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অধীরজি, আপনাকে পছন্দ করি। কেন এমন করছেন? এ বার বাড়াবাড়ি করে ফেলছেন। কেন সভার কাজে বাধা দিচ্ছেন?”


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

মোদীর ভাষণের মাঝেই কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে বার বার স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদেরা। বিরোধীদের বিক্ষোভ এবং হই-হট্টগোলের মাঝে এক সময় ভাষণ থামাতে বাধ্য হন মোদী। তার আগে যদিও নিজের ভাষণে নয়া তিন কৃষি আইনের পক্ষে বলতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কৃষি আইন নিয়ে বাজে রাজনীতি চলছে। কংগ্রেসের উচিত আগে ভাল করে কৃষি আইন নিয়ে চর্চা করা। তার পর কথা বলা।’’

বিক্ষোভে উত্তাল লোকসভায় মোদীর ভাষণের মাঝেই রাহুল গাঁধীর নেতৃত্বে ওয়াক আউট করেন কংগ্রেস সংসদরা। যদিও কংগ্রেসীদের ওয়াক আউটের পরেও তাঁদের বিরুদ্ধে আক্রমণের মাত্রা কোনও ভাবেই কমাননি মোদী। প্রধানমন্ত্রী দাবি করেন, ‘‘এই বাধাদান, হইহল্লা পুরোটাই সাজানো। কৃষি আইন নিয়ে আসল সত্য ফাঁস হলে বিরোধীদের পরিকল্পনা বাধা পাবে।’’

দেখুন লাইভ:

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 11, 2021 2:57 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন