বিজ্ঞাপন

আইপিএল নিলাম ২০২১: সর্বোচ্চ মূল্য ক্রিস মরিস, কলকাতায় ভাজ্জি-শাকিব

আইপিএল নিলাম ২০২১ ঘিরে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল টানটান উত্তেজনা। ফ্যানদের থেকেও উত্তেজনা খানিকটা বেশিই ছিল ক্রিকেটারদের মধ্যে। গত মরসুমটা মোটেও ভাল যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: আইপিএল নিলাম ২০২১ ঘিরে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল টানটান উত্তেজনা। ফ্যানদের থেকেও উত্তেজনা খানিকটা বেশিই ছিল ক্রিকেটারদের মধ্যে। গত মরসুমটা মোটেও ভাল যায়নি। কোভিড পরিস্থিতির মধ্যেই দেশের বাইরে খেলতে হয়েছে আইপিএল। অনেক বিদেশি ক্রিকেটার অংশও নিতে পারেননি। যে কারণে এ বারের আইপিএল নিলাম ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিনের শেষে আইপিএল নিলাম ২০২১ রেখে গেল বেশ কিছু চমক। যদিও এটি ছিল মিনি অকশন। কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন শাকিব আল হাসান। সঙ্গে এবারের আইপিএল-এ কলকাতার জার্সিতে দেখা যাবে হরভজন সিং-কেও। অন্য দিকে মুম্বই-এর জার্সিতে খেলতে নামবেন অর্জুন তেন্ডুলকর।

সব থেকে ভাল খবর দল পেলেন চেতেশ্বর পূজারা। সাত বছর পর তাঁর উর ভরসা রাখল কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি। আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ দর হেঁকে ক্রিস মরিসকে তুলে নিল রাজস্থান রয়্যালস। তাঁর দাম উঠল ১৬.২৫ কোটি। হতাশা জুটল স্টিভ স্মিথের ভাগ্যে। তাঁকে নিয়ে কোনও টানাটানিই দেখা গেল না। বেস প্রাইজের থেকে মাত্র ২০ লাখ টাকা বেশি দাম উঠল। তিনি বিক্রি হলেন ২.২০ কোটিতে।

ক্রিজ মরিসের পরেই সর্বোচ্চ দাম উঠল কেইল জ্যামিসনের, ১৫ কোটি। তিনি গেলেন ব্যাঙ্গালোরে। গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যাশা মতই গেলেন ব্যাঙ্গালোরে ১৪.২৫ কোটিতে। ১৪ কোটির বিনিময়ে ঝে রিচার্ডসন গেলেন পঞ্জাবে। এ ছাড়া আর কেউ ১০ কোটির গণ্ডি পেরতে পারেননি। তার পরই রয়েছেন ৯.২৫ কোটি নিয়ে কৃষ্ণাপ্পা গৌতম। তিনি গেলেন চেন্নাইয়ে। চমক দিলেন বেশ কয়েকজন আনক্যাপড ক্রিকেটারও। যাঁদের দাম উঠল অপ্রত্যাশিতভাবেই।

অন্যদিকে অপ্রত্যাশিভাবে যাঁরা বিক্রি হলেন তাঁদের তালিকাটাও নেহাৎই কম চমকের নয়। অ্যালেক্স হেলস, জেসন রয়, অ্যারন ফিঞ্চ, হনুমা বিহারী, ড্যারেন ব্র্যাভো, মার্টিন গাপ্তিল, অ্যালেক্স ক্যারিরা দল পেলেন না।

কলকাতা নাইট রাইডার্স দল

নিলামে কেনা হল
সাকিব আল হাসান (৩.২ কোটি), হরভজন সিং ( ২ কোটি), বেন কাটিং (৭৫ লাখ), করুণ নায়ার (৫০ লাখ), পবন নেগি (৫০ লাখ), শেল্ডন জ্যাকসন (২০ লাখ) ), ভেঙ্কটেশ আয়ার (২০ লাখ ), বৈভব অরোরা (২০ লাখ)

পুরো দল
ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, বেন কাটিং, দীনেশ কার্তিক, হরভজন সিং, কমলেশ নাগরকোটি, করুণ নায়ার, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্যাট কামিন্স, পবন নেগি, প্রসিদ্ধ কৃষ্ণ, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং , সন্দীপ ওয়ারিয়র, শাকিব আল হাসান, শেল্ডন জ্যাকসন, শিবম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, টিম সিফের্ট, বৈভব অরোরা, বরুণ চক্রভর্থী, ভেঙ্কটেশ আইয়ার

পার্স
৩.২০ কোটি টাকা
আইপিএল নিলাম ২০২১-এ সর্বোচ্চ মূল্যের পাঁচ ক্রিকেটার



ক্রিস মরিস ১৬.২৫ কোটি (রাজস্থান রয়্যালস), কেইল জ্যামিসন ১৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), গ্লেন ম্যাক্সওয়েল ১৪.২৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ঝাই রিচার্ডসন ১৪ কোটি (পঞ্জাব কিংস), কৃষ্ণাপ্পা গৌথম ৯.২৫ কোটি (চেন্নাই সুপার কিংস)
অনামী প্লেয়ারদের অপ্রত্যাশিত প্রাপ্তি



কৃষ্ণাপ্পা গৌথম ৯.২৫ কোটি (চেন্নাই সুপার কিংস), ক্রুনাল পাণ্ড্যে ৮.৮০ কোটি (মুম্বই ইন্ডিয়ান্স), পবন নেগি ৮.৫০ কোটি (দিল্লি ক্যাপিটালস), ভরুন চক্রভর্থী ৮.৪০ কোটি (পঞ্জাব কিংস), রিলে মেরেডিথ ৮ কোটি (পঞ্জাব কিংস)।

(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 19, 2021 1:37 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন