বিজ্ঞাপন

এমএস ধোনির অবসর নিয়ে কী বলল ক্রিকেট দুনিয়া

এমএস ধোনির অবসর (MS Dhoni Retires) যে এভাবে হঠাৎ করেই হবে তা জানাই ছিল। অতীতে এ ভাবেই জাঁকজমকহীন ভাবেই সব মঞ্চ ছেড়েছেন ক্যাপ্টেন কুল, সে টেস্ট ক্রিকেট হোক বা ওডিআই অধিনায়কত্ব।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: এমএস ধোনির অবসর যে এভাবে হঠাৎ করেই হবে তা জানাই ছিল। অতীতে এ ভাবেই জাঁকজমকহীন ভাবেই সব মঞ্চ ছেড়েছেন ক্যাপ্টেন কুল, সে টেস্ট ক্রিকেট হোক বা একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব। হঠাৎ করেই জানিয়ে দিয়েছেন তিনি আর সেই ময়দানে থাকছেন না। ঠিক যে সবাইকে চমকে ছেড়েছিলেন টেস্ট সিরিজ চলার মাঝেই অস্ট্রেলিয়ায়। যে ভাবে দেশের মাটিতে ওডিআই সিরিজ শুরুর আগে জানিয়ে দিয়েছিলেন আর অধিনায়কত্ব না এখন শুধু নিজের খেলাটা খেলতে চান। আর এ বার জানিয়ে দিলেন, ‘‘আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবেই দেখুন।’’

একদিন সবাইকেই যেতে হয়। ধোনিকেও যেতে হতো। কিন্তু তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট যা যা পেয়েছে তা আগে কখনও পায়নি। আইসিসির সব ট্রফি জয়। তার মধ্যে ১৯৮৩-র পর আবার ২০১১-র বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই কৃতিত্ব কোনও অধিনায়কের নেই বিশ্ব ক্রিকেটে। আর সেই মানুষ যখন ক্রিকেট প্যাডজোড়া তুলে রাখেন তখন বলতেই হয়, ‘‘ভারতীয় ক্রিকেটে শেষ হল একটা যুগের’’ যা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দেশ এবং বিশ্বের জন্য ও একজন অসাধারণ ক্রিকেটার ছিলো। ওর অধিনায়কত্বের ক্ষমতার সমতূল্য কাউকে পাওয়া মুশকিল। বিশেষ করে খেলার শর্টার ফর্ম্যাটে।’’

ধোনির নেতৃত্বেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন সফল হয়েছিল সচিন তেন্ডুলকরের। তার পরই অবসর নিয়েছিলেন তিনি। সচিন লেখেন, ‘‘ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অনেক। এক সঙ্গে বিশ্বকাপ জেতাটা সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য তোমাকে ও তোমার পরিবারকে শুভেচ্ছা।’’

আর তিনি বিরাট কোহলি। যাঁর কাঁধে এখন ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব। একটা একটা করে ছেড়েছেন ধোনি আর তা একটা একটা করে তুলে নিয়েছেন বিরাট। সে হঠাৎ করে পাওয়া টেস্ট অধিনায়কত্ব হোক বা ওডিআই। তবে সব সময় পিছন থেকে সমর্থন করে গিয়েছেন ক্যাপ্টেন। তাই আজও বিরাটের কাছে ক্যাপ্টেন তিনি। বিরাট লিখলেন, ‘‘সব ক্রিকেটারকেই একদিন থামতে হয়। তবুও যখন খুব কাছের কেউ এমন সিদ্ধান্ত নেয় তখন তা আবেগান্বিত করে দেয়।’’

বিরাট আরও লেখেন, ‘‘তুমি দেশের জন্য যা করেছ তা সকলের হৃদয়ে থাকবে কিন্তু তোমার থেকে যে সম্মান‌ ও উষ্ণতা পেয়েছে তা আমার মনে থেকে যাবে। বিশ্ব দেখে সাফল্য আমি দেখেছি মানুষ। সব কিছুর জন্য ধন্যবাদ স্কিপ।’’

প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা বোলার শেন ওয়ার্ন লেখেন, ‘‘অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে শুভেচ্ছা। তোমাকে খেলতে দেখাটা ভাল লাগার এবং যে ভাবে তুমি দলকে নেতৃত্ব দিতে। ভবিষ্যতে যা বেছে নেবে তার জন্য শুভেচ্ছা। তুমি লিজেন্ড।’’

ঋষভ পন্থ লিখেছেন তাঁর স্বপ্নের কথা। তিনি লেখেন, ‘‘একটা ছোট ছেলে স্বপ্ন দেখত তোমার উল্টোদিকে দাঁড়িয়ে ব্যাট করার। একদিন সেই স্বপ্ন সফল হল।  তোমার থেকে শিখতে শিখতেই তোমার কাছের হয়ে গিয়েছিলাম। ভারত সারাজীবন এমএস ধোনিকে নিয়ে গর্ব করবে। আগের চলাটা উপভোগ করো মাহিভাই।’’

মহম্মদ শামি লিখলেন, ‘‘মিস ইউ। তুমি সেই মানুষ যার থেকে সব সময় শিখেছি। তোমাকে ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।’’ লোকেশ রাহুল লিখলেন, ‘‘তোমার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। তোমার ধৈর্য্য, গাইডেন্স ও সারাক্ষণ সমর্থনের জন্য ধন্যবাদ। যার স্বপ্ন দেখে আমাদের মতো অনেকেই। সব সময় ৭ থেকো।’’

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on August 16, 2020 12:38 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন