বিজ্ঞাপন

মোহনবাগানে সনি নর্ডি, আই লিগের আগেই কলকাতায় আসছেন এই হাইতিয়ান

মোহনবাগানে সনি নর্ডি। বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমুন্ডির হয়ে খেলতে এসেছিলেন কলকাতায়। আইএফএ শিল্ডে দারুণ খেলে মন জিতে নিয়েছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: মোহনবাগানে সনি নর্ডি । বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমুন্ডির হয়ে খেলতে এসেছিলেন কলকাতায়। আইএফএ শিল্ডে দারুণ খেলে মন জিতে নিয়েছিলেন। সেটা ২০১৩ সাল হবে। দারুণ ব্যবহার। খুব দ্রুতই কলকাতার ফুটবলপ্রেমী মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। তার পর কী আর তাঁকে অন্য দেশে থাকতে দেওয়া যায়? কলকাতার ক্লাব এই ভুল করবে না জানাই ছিল। সনিকে পেতে সেই সময় ঝাঁপিয়েছিল অনেকেই। কিন্তু বাজিমাত করে যায় মোহনবাগান।

২০১৪-১৫ মরসুমে মোহনবাগানে যোগ দেন সনি নর্ডি। হোসে র‌্যামিরেজ ব্যারেটো পরবর্তী সময়ে এই সবুজ-মেরুন জার্সি পরে অনেক বিদেশিই মাঠ কাঁপিয়েছেন। খেলেছেন, পেয়েছেন সাফল্যও। এমন কী ব্যারেটোর আগেও অনেকে মোহনবাগানের জার্সিতে খেলেছেন। কিন্তু সবুজ তোতা হয়ে উঠতে পারেননি কেউই। ব্যারেটোর জায়গা এই ক্লাবে কেউ কখনও নিতে পারবে না। কিন্তু সেই উচ্চতায়ও যে কেউ উঠে আসতে পারেন তা দেখিয়ে দিয়েছেন সনি নর্ডি। ব্যারেটোর জন্য কেঁদেছিল মোহনবাগান। তার পর কাঁদল সনির জন্য।

সেই সনি ফিরছেন আবার। তা নিয়ে যে ক্লাব সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হবে সেটাই স্বাভাবিক। সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত মোহনবাগানেই আসছেন সনি গত মরসুমের পর প্রিয় ক্লাবকে বিদায় জানিয়েছিলেন সনি। কিন্তু বেশিদিন দূরে থাকতে পারলেন না। ফিরলেন মোহনবাগানে। ২০১৮-১৯ মরসুমে‌র জন্য মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সনি। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সনির আগমনবার্তা।

সাইয়ের গেটে ঢোকার সময়ই একটা ধাক্কা খেয়েছিলাম

এই মুহূর্তে মায়ামিতে রয়েছেন সনি। আজই ভিসার জন্য আবেদন জানাবেন তিনি। তার পর বাকি সব মিটিয়ে কতদিনে কলকাতায় পৌঁছতে পারবেন সনি তা নিয়ে এখনই কিছু না বলতে পারলেও দ্রুত তাঁকে উড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে দলের সঙ্গে আই লিগের আগে ভাল ভাবে মানিয়ে নিতে পারেন তিনি।

কলকাতায় এসে ফিটনেস টেস্ট দেওয়ার পরই তিনি আইএফএ-তে সই করবেন। সনিকে দলে নেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। মাঝে রটে গিয়েছিল তিনি আসছেন না। কিন্তু শেষ পর্যন্ত সনিকে আনতে সফল। সনি চলে আসায় মোহনবাগানের শক্তি অনেকটাই বেরে গেল। নিশ্চিন্ত কোচ শঙ্করলাল চক্রবর্তীও। দলের আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক চলে এল আই লিগের আগেই।

২৯ বছরের এই উইঙ্গারের  পেশাদার ফুটবলে শুরু ২০০৮-এ বোকা জুনিয়র বি দলের হয়ে। সেখানেই ছিলেন ২০১১ পর্যন্ত। মাঝে বেশ কয়েকটি ক্লাব ঘুরে শেখ জামাল ধানমুন্ডিতে যোগ দেন ২০১৩ সালে। তার পর মোহনবাগান হয়ে লোনে যান আইএসএল ক্লাব মুম্বই সিটিতে। পর পর দু’বছর সেখানেই খেলেন।

খেলেছেন হাইতির জাতীয় অনূর্ধ্ব-২৩ ও সিনিয়র দলেও। চোট মাঝে ছিটকে দিয়েছিল। কিন্তু সব সমস্যা মিটিয়ে তিনি ফিরছেন ফুটবলের শহরে। মোহনবাগানের হয়ে ইতিমধ্যেই চারটে আই লিগ খেলে ফেলেছেন সনি। সব ঠিক থাকলে এ বার খেলবেন পাঁচ নম্বরটি।

0
0

This post was last modified on October 11, 2018 5:44 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন