বিজ্ঞাপন

প্যারালিম্পিকে ইতিহাস ভারতের, এক ঝুলি সাফল্য নিয়ে ফিরছেন অ্যাথলিটরা

প্যারালিম্পিকে ইতিহাস ভারতের অ্যাথলিটদের। রবিবার শেষ হল টোকিও ২০২০ প্যারালিম্পিক। ১৯টি পদক নিয়ে দেশে ফিরছেন ভারতের অ্যাথলিটরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্যারালিম্পিকে ইতিহাস ভারতের অ্যাথলিটদের। রবিবার শেষ হল টোকিও ২০২০ প্যারালিম্পিক। ১৯টি পদক নিয়ে দেশে ফিরছেন ভারতের অ্যাথলিটরা। যা সর্বকালের, সর্ব সময়ের সেরা। শনিবারই ১৭টি পদক চলে এসেছিল ভারতের ঝুলিতে। বাকি দুটো নিশ্চিত হয়েই গিয়েছিল। এদিন সেগুলোও এল ঝুলিতে। প্যারালিম্পিক শেষে ভারতের ঘরে এল ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। এর আগে পর্যন্ত সব মিলে ভারতের পদক ছিল ১২টি। ২০১৬ পর্যন্ত ভারত ৪টি সোনা, ৪টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল। এবারের প্যারালিম্পিকের ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ৫৪ জন অ্যাথলিট।

দেখে নেওয়া যাক কে কে কোন কোন বিভাগে কী কী পদক জিতলেন—

টোকিও ২০২০ প্যারালিম্পিকে ভারতের পদক


  • ভাবিনা প্যাটেল— টেবল টেনিস রুপো
  • নিশাদ কুমার— হাই জাম্প রুপো
  • অবনী লেখারা— ১০ মিটার এয়ার রাইফেল সোনা
  • যোগেশ কাঠুনিয়া— ডিসকাস থ্রো এফ৫৬ রুপো
  • দেবেন্দ্র ঝাঁঝারিয়া— জ্যাভলিন থ্রো এফ৪৬ রুপো
  • সুন্দর সিং গুর্জ— জ্যাভলিন থ্রো এফ৪৬ ব্রোঞ্জ
  • সুমিত আন্তিল— জ্যাভলিন এফ৬৪ সোনা
  • সিংহরাজ আধানা— ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ
  • মারিয়াপ্পান থাঙ্গাভেলু— হাই জাম্প টি৬৩ রুপো
  • শরদ কুমার— হাই জাম্প টি৬৩ ব্রোঞ্জ
  • প্রবীন কুমার— হাইজাম্পের টি৬৪ রুপো
  • অবনী লেখারা— ৫০ মিটার ৩পি এসএইচ১ ব্রোঞ্জ
  • হরবিন্দর সিং— তিরন্দাজি ব্রোঞ্জ
  • মণীশ নারওয়াল— পি৪-মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ সোনা
  • সিংহরাজ  আধানা— পি৪-মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ রুপো
  • প্রমোদ ভাগত— ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস এসএল৩ সোনা
  • মনোজ সরকার— ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস এসএল৩ ব্রোঞ্জ
  • কৃষ্ণা নাগার—  ব্যাডমিন্টন এসএইচ৬ সোনা
  • সুহাস ইয়াথিরাজ— ব্যাডমিন্টন এসএল৪ রুপো

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 5, 2021 8:47 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন