বিজ্ঞাপন

Women’s Asia Cup 2022: টানা তৃতীয় জয় ভারতের

এশিয়া কাপে (Women’s Asia Cup 2022) ভারতের মেয়েদের দাপট অব্যহত। মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহী। তাদের হারাল ১০৪ রানে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়া কাপে (Women’s Asia Cup 2022) ভারতের মেয়েদের দাপট অব্যহত। এই নিয়ে টানা তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় পৌঁছে গেলেন হরমনপ্রীতরা। মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহী। সিলেটে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের এক জন ফ্লপ করলে আর একজন রুখে দাঁড়াচ্ছে। প্রতি ম্যাচেই সেটা দেখা গিয়েছে। এদিনও তেমনই নজির রাখলেন ভারতের মেয়েরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে ন‌েয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার ক্রিজে টিকে থাকলেও ‌লক্ষ্যের কাছে পৌঁছতে পারেনি আরবের মেয়েরা। ভারত ১০৪ রানে ম্যাচ জিতে নেয়।

এদিন যদিও ভারতের ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভাল হয়নি। দুই ওপেনার দ্রুত আউট হওয়ার পর তৃতীয় উইকেটও পড়ে খুব দ্রুত। তিন টপ অর্ডার ব্যাটারের যৌথ সংগ্রহ মাত্র ১২ রান। মেঘানা ১০, রিচা ০ ও হেমলথা ২ রানে ফিরে যান প্যাভেলিয়নে। ভারতের তিন উইকেট পড়ে যায় মাত্র ২০ রানে। সেখান থেকেই আসল লড়াই শুরু করেন দীপ্তি শর্মা ও জেমিমা রডরিগেজ।

তাঁদের দুরন্ত ব্যাটিং ভারতকে পৌঁছে দেয় ১৪৮ রানে। যেখানে দীপ্তির অবদান ৪৯ বলে ৫৪ ও জেমিমার ৪৫ বলে অপরাজিত ৭৫ রান। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। পূজা ১৩ রানে আউট হন। ১০ রানে অপরাজিত থাকেন কিরণ প্রভু। ভারতের ইনিংস শেষ হয় ১৭৮-৫-এ। ভারতের হেমলথা রান আউট হন। বাকি চার উইকেট তুলে নেন ছায়া মুঘল, মাহিকা গৌর, এষা ওজা ও সুরক্ষা কোটে।

জবাবে ব্যাট করতে নেমে ক্রিজে টিকে থাকার লড়াইয়ে অবশ্য জয়ী ইউএই। তবে রান তুলতে পারেননি তাঁরা। দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩০ আসে কভিষার ব্যাট থেকে। তিনি অপরাজিতও থাকেন। ২৯ রানের ইনিংস খেলেন খুশি শর্মা। এছাড়া তীর্থা সতীশ ১, এষা ওজা ৪, নাতাশা চেরিয়াথ ০ রানে আউট হন। ক্যাপ্টেন ছায়া মুঘল ৬ রানে অপরাজিত থাকেন। ২০ ওভার ব্যাট করে ৭৪-৪-এ থামে তাদের ব্যাটিং। এক কথায় ভারতীয় বোলারদের ব্যর্থতাও উঠে আসে তাঁদের টিকে থাকার লড়াইয়ে। ২০ ওভারে মাত্র চার উইকেটই তুলতে পারেন তাঁরা। দুই উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। এক উইকেট নেন দয়ালান হেমলথা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন