বিজ্ঞাপন

হাইপারলুপ বদলে দেবে ‘টেল অব টু সিটিস’

জাস্ট দুনিয়া ব্যুরো
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দুই শহরের গল্পটাই বদলে যাবে। অন্তত দূরত্বের নিরিখে।

পুণে থেকে মুম্বই পৌঁছতে এখন সময় লাগে তিন ঘণ্টা। সেটাই ২০ মিনিটে নেমে আসবে। সৌজন্যে হাইপারলুপ।

প্রায় শব্দের গতিবেগে দুই শহরের মধ্যে যোগসূত্র গড়ে তুলবে সে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২০২১ সালের মধ্যেই ওই প্রকল্প শেষ হবে বলে ভার্জিন হাইপারলুপ ওয়ান’স (ভিএইচও’স)-এর তরফে জানানো হয়েছে। রবিবার এই সংক্রান্ত একটি চুক্তি তারা সই করেছে মহারাষ্ট্র সরকারের সঙ্গে।

‘মুম্বই ফর দ্য ম্যাগনেটিক মহারাষ্ট্র সামিট’-এ এই মুহূর্তে ওই রাজ্যে রয়েছেন ভিএইচও-র চেয়ারম্যান রিচার্ড ব্র্যানসন। তিনি জানান, নবি মুম্বইয়ে প্রস্তাবিত বিমানবন্দর ছুঁয়েই যাবে হাইপারলুপ। মুম্বই-পুণে ভাড়া কেমন হবে? তা নিয়ে রিচার্ড জানান, ভাড়া জানানোর সময় এখনও আসেনি। তবে, বিমান ভাড়ার সঙ্গে খুব একটা ফারাক হবে না। তিনি আরও জানান, ভিএইচও’স টিম কাজ শুরু করে দিয়েছে। সেই রিপোর্ট জমা পড়ার পরেই আগামী বছরের শুরু থেকেই লাইন বসানোর কাজ শুরু হবে। মুম্বই-নবি মুম্বই-পুণে রুটে ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

হাইপারলুপে দূষণ ছড়াবে না। পাশাপাশি, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে বলে জানিয়েছে রিচার্ড। গোটা প্রকল্পে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা।

0
0

This post was last modified on February 20, 2018 5:17 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন