কেন্দ্রের স্বারস্থ মেরি কম। না কোনও খেলার জন্য নয়, বরং রাজ্যের জন্য। এখন জ্বলছে মণিপুর। নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো রাজ্য। আর সেই সমস্যা থেকেই রাজ্যকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন বক্সার মেরি কম। উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী এবং অসম রাইফেলসকে। বুধবার উপজাতি আন্দোলন ঘিরেই শুরু হয় অশান্তি। যা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। কেন্দ্রের কাছে মেরি কমের আর্জি, “আমার রাজ্য মণিপুর জ্বলছে, দয়া করে সাহায্য করুন।” এর সঙ্গে সেই অশান্তির ছবিও শেয়ার করে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে।