যখনই কোভিড আক্রান্তের সংখ্যা কমে তখনই আশার আলো দেখা যায়। মনে হয় এবার বুঝি মুক্তি মিলতে চলেছে এই মারণ ভাইরাস থেকে। কিন্তু কিছুদিন পর দেখা যায় আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেই রোগ। সম্প্রতি লাফিয়ে বাড়ছিল কোভিড আক্রান্তের সংখ্যা। বাড়ছিল মৃত্যুও। তবে এক মাসের মধ্যেই তা আবার নিম্নমুখি। বুধবার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছে ৩৭২০ জন। সুস্থ হয়েছেন ৭৬৯৮ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৪০,১৭৭।