দিঘা যাওয়ার পথে জাতীয় সরকে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। মালবোঝাই দু’টি লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তার পরই আগুন লেগে যায় লড়ি দু’টিতে। একজন চালক কোনও রকমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও আর এক লড়ির চালক আটকে পড়েন কেবিনেই। সবার চোখের সামনে গাড়ির ভিতরই ঝলসে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে রাত তিনটে নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সরকের মরিশদা এলাকায়। এই লড়ির খালাসিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি লড়িতে ছিল আলু আর অন্যটিতে সিমেন্ট।