অল-রাউন্ডার ওয়াশিংয়ন সুন্দর এই মরসুমে আর খেলতে পারবেন না আইপিএল-এ। সানরাইজার্স হায়দরাবাদ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন তিনি। কিন্তু হ্যাস্ট্রিং চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হল টুর্নামেন্ট থেকে। বৃহস্পতিবার দলের তরফে তাঁর না খেলতে পারার কথা নিশ্চিত করা হয়েছে। তবে তিনি দলের সঙ্গেই থাকছেন। সুন্দরের পরিবর্ত এখনও জানায়নি দল।
🚨 INJURY UPDATE 🚨
Washington Sundar has been ruled out of the IPL 2023 due to a hamstring injury.
Speedy recovery, Washi 🧡 pic.twitter.com/P82b0d2uY3
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023