মনে করা হচ্ছে এই বৃষ্টি ‘মোচা’র আগমনের প্রভাবেই। বেশ কয়েকদিন ধরেই নবাগত ঘূর্ণিঝড়ের নাম শোনা যাচ্ছিল। তবে তা কীভাবে এবং কতটা প্রভাব ফেলবে বাংলার উপর তা নিয়ে নিশ্চিত কোনও রূপরেখা পাওয়া যায়নি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার যে ঘূর্ণাবর্তের সৃষ্টির হওয়ার কথা তার উপরই নির্ভর করছে সব। আর তার আগমনের বার্তা দিয়ে দিল আবহাওয়া এদিনই। দুপুরের পর থেকেই কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। হতে পারে কালবৈশাখী। এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে নিম্নচাপ তৈরি হওয়া এবং ঘূর্ণিঝড়ের পথ কী হবে তা নিয়ে এখনও কোনও সঠিক তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর। মনে করা হচ্ছে এই ঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশ, মায়ানমারেও। তা হলেও তার প্রভাব ভালই পড়বে দক্ষিণবঙ্গে।