বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় অন্তত ১০ জন জওয়ান শহীদ হয়েছেন। মৃতের সংখ্যা যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত ১১। বাকি একজন গাড়ির চালক। মনে করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে মাওবাদীরা। দান্তেওয়াড়ার আরানপুর এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। যখন ডিআরজি জওয়ানদের গাড়িটি সেখান দিয়ে যাচ্ছিল তখন আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। মাওবাদী বিরোধী অভিযানেই সেই এলাকায় পৌঁছেছিলেন জওয়ানরা।