দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষার আগামী ২৯ ও ৩০ এপ্রিল বন্ধ থাকার কথা ছিল যান চলাচল। কিন্তু তেমনটা হচ্ছে না। আপাতত স্থগিত রাখা হয়েছে সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ। জানা যাচ্ছে বিদেশী যে সংস্থার মেশিন দিয়ে এই কাজ করার কথা ছিল সেই সংস্থার কোনও সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী দিন এখনও ঠিক হয়নি। আগের নোটিস অনুযায়ী শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা এবং রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনে মেরামতির কাজ করা হবে। সে কারণে সেই সময় সেখান দিয়ে কোনও গাড়ি চলবে না।