পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বাঙালি দম্পতির মৃতদেহ। সঙ্গে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁদের আট বছরের পুত্র সন্তানকেও। পুণেতে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন ৪৪ বছরের সুদীপ্ত গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, সুদীপ্তর ভাই বার বার দাদা ও বৌদির ফোনে ফোন করেও না পেয়ে বেঙ্গালুরুতে এক বন্ধুকে সে কথা জানান। সেই বন্ধুই শেষ পর্যন্ত স্থানীয় পুলিশকে সে কথা জানান। এর পর পুলিশ গিয়ে দেখেন ভিতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ। এর পর ফ্ল্যাটের বাইরে থেকেই সুদীপ্তর ফোনে ফোন করা হয়। তখন ভিতর থেকে রিংয়ের শব্দ শুনে নিশ্চিত হয়ে যায় ভিতরেই রয়েছেন তাঁরা। এর পর ডুপ্লিকেট চাবি জোগাড় করে দরজা খুলে ভিতরে ঢুকে সুদীপ্ত, স্ত্রী প্রিয়ঙ্কা ও ছেলে তনিষ্কের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রিয়ঙ্কা ও তনিষ্কের মুখ প্লাস্টিকে মোড়া ছিল। যা দেখে মনে হচ্ছে স্ত্রী, পুত্রকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন সুদীপ্ত। তবে তদন্তের পরই আসল সত্যিটা জানা যাবে।