শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা অনুপম খের। মৃত্যুকালে সতীশ কৌশিকের বয়স হয়েছিল ৬৬ বছর। জানা যাচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এর আগে জাভেদ আখতারের হোলির পার্টি ছিল ৭ মার্চ, সেখানেও গিয়েছিলেন তিনি। তাঁর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডের।