শনিবার অলিম্পিকে ব্রোঞ্জ পদকের দৌঁড়ে নেমেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। বিশ্ব টেনিসের এক নম্বর তারকার হতাশাজনক পারফর্মেন্স নিয়ে টাকাছেড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাঁর ফাইনালে পৌঁছতে না পারার পর এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচেও হারের মুখ দেখতে হল জকোভিচকে। হারলেন স্পেনের পাবলো বুস্টারের কাছে। হারলেন ৪-৬, ৭-৬, ৩-৬-এ। তিনি যে মানসিকভাবে খেলার অবস্থায় নেই তা সেমিফাইনালে হারের পরই জানিয়েছিলেন। এদিন তা আরও একবার প্রমান হল। মানসিকচাপে জর্জরিত ক্রীড়াবিদরা। সিমোন বাইলস, বেন স্টোকসের পর নোভাক জকোভিচও।