রেলের তরফে জানানো হয়েছিল গত মঙ্গলবারের মধ্যেই শেষ হয়ে যাবে নৈহাটিতে ইন্টারলকিংয়ের কাজ। বুধবার থেকে নিয়মিত হয়ে যাবে শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল। কিন্তু কোথায় কী? গোটা সপ্তাহ জুড়েই চলছে যাত্রী ভোগান্তি। কোনও ট্রেন সময় মতো আসছে না। দূরপাল্লার ট্রেন এতটাই লেটে চলছে যে বিপুল ভিড়ে রীতিমতো চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মাঝের স্টেশনগুলো থেকে লোকজন উঠতেই পারছেন না। সব মিলে ভয়ঙ্কর পরিস্থিতি নিত্যযাত্রীদের। রীতিমতো প্রাণ হাতে করে প্রতিদিন অফিস-বাড়ি করতে হচ্ছে মেইন লাইনের যাত্রীদের। সঙ্গে ট্রেন লেটে চলায় প্রতিদিনই অফিস পৌঁছতে দেড়ি হয়ে যাচ্ছে। তার উপর ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে বৃহস্পতিবারের কালবৈশাখীর। শুক্রবার ডাউনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭.৪০ মিনিটে ব্যারাকপুর থেকে। তার মধ্যে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিপাকে পড়ছে ছাত্রছাত্রীরা। কবে সব ঠিক হবে তা এখনই বলা যাচ্ছে না।