টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে মৃতদেহ ফেলে চম্পট দিল এক ব্যক্তি। বুধবার সকালে একটি অটোতে করেই সেই দেহ নিয়ে এসেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। দেহটি বস্তা দিয়ে ঢাকা ছিল। মেট্রো স্টেশনের সামনেই অটো স্ট্যান্ড। প্রথমে সেখানকার অটো চালকরাই বিষয়টি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। টালিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি হবে। তবে এখনও জানা যায়নি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে বা কে তাঁকে ওভাবে ফেলে গেল। জানা যায়নি বৃদ্ধের পরিচয়ও। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।