গত ১৩ বছরে এমনটা ঘটেনি। কিন্তু বৃহস্পতিবারের সকালটা একদমই অন্যরকম ছিল দিল্লিবাসীদের জন্য। মে মাসে দিল্লিতে এমন আবহাওয়া অস্বাভাবিক। মে মাসে স্বাভাবিকভাবে দিল্লির তাপমাত্রা পৌঁছে যায় ৪০-এর ঘরে। কিন্তু এদিন মেঘে ঢাকা ছিল দিল্লি। হালকা হাওয়াও রয়েছে। াতে ঠান্ডার অনুভূতি রয়েছে। বুধবার ভালই বৃষ্টি হয়েছে দিল্লি ও আশপাশের এলাকায়। ার ফলে নেমে গিয়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮। যা গত ১৩ বছরে সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম। ১৯৮২-র ২ মে এখনও পর্যন্ত দিল্লির এই সময়ের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি।