আইএসএর-এর সন্ধের সব ম্যাচই শুরু হচ্ছে সন্ধের সাড়ে সাতটা থেকে। শনি ও রবিবার দুটো করে ম্যাচ থাকায় প্রথম ম্যাচ শুরু হয় বিকেল চারটে থেকে। শনি ও রবিবার দুটো করে ম্যাচ থাকায় প্রথম ম্যাচ শুরু হয় বিকেল চারটে থেক। এদিন সেই ম্যাচ শুরু হতে ২০ মিনিট দেরি হওয়ায় পিছিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। সম্প্রচারের জন্যই এই সিদ্ধান্ত। হায়দরাবাদে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সেখানে হায়দ্রাবাদ বনাম গোয়া শুরু হয় দেরিতে। সে কারণে যুবভারতীতে ম্যাচের সময় পিছিয়ে ৭.৫০ করে দেওয়া হল।