আগামী সপ্তাহে শুরু মেট্রো পরিষেবা

করোনার দাপট কমেছে তবে নির্মূল হয়ে যায়নি। তার মধ্যেই কার্যত লকডাউন কিছুটা শিথিল করেছে রাজ্যসরকার। তবে ১৬ জুন থেকে যে যে বিষয়ে ছাড় দেওয়া হয়েছিল তাতে ছিল ট্রেন চলাচল। তবে মানুষের চাহিদা বাড়ছে। খুলে গিয়েছে অফিস। তাহলে কীভাবে সেখানে পৌঁছবে মানুষ। এই পরিস্থিতিতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো প্রশাসন। ২১ জুন থেকে শুরুতে চালানো হবে ২০ জোড়া মেট্রো। তবে সেখানে সবাই যাতায়াত করতে পারবেন না। বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্তরাই সেই মেট্রো ব্যবহার করতে পারবেন। দক্ষিনেশ্বর ও কবি সুভাষ দুই স্টেশন থেকে পরিষেবা চালু হবে সকাল ৯টায় চলবে ১১.১৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর। তার পর ৩.৪৫ থেকে শেষ ট্রেন এই দুই স্টেশন থেকে ছাড়বে সন্ধে ৬টায়। মেট্রোয় সফর করতে পারবেন স্বাস্থ্যকর্মী, আইন-আদালতের সঙ্গে যুক্ত, সমাজকর্মী, ব্যাঙ্ক, বিদ্যুৎ, জল, টেলিকম, ইন্টারনেট, দমকল, বিপর্যয় মোকাবিল, স্যানিটাইজেশন, খাদ্য, বিমা, সাংবাদিকতা ও শ্মশানকর্মীরা। দেখাতে হবে পরিচয়পত্র।