দিল্লি দূষণে দু’দিনের লকডাউন!

দিল্লির দূষণ নিয়ে কেজরিওয়াল সরকারের কী পদক্ষেপ তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্ট লকডাউনের উপদেশ দিল। প্রতিবছরই এই সময় দূষণে ঢেকে যায় গোটা দিল্লি। নিঃশ্বাস নিতে অসুবিধে হয়, ধোঁয়ায় চোখ জ্বালা করতে শুরু করে। মাস্ক পড়েও কোনও সুরাহা হয় না। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন ২০ বছরের ছাত্র আদিত্য দুবে। এদিন তারই শুনানি। এই সময় উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবে ফসল জ্বালানো হয়। ঠিক তখনই উত্তুরে হাওয়া থাকে। যার ফলে সেই ফসল পোড়ানোর ধোঁয়া হাওয়ার জেরে ঢুকে পড়ে দিল্লিতে। দিল্লি দূষণের ৩৫-৪০ শতাংশ এ কারণেই হয়। বাকিটা দিল্লির নিজস্ব দূষণ যা শীতের শুরুতে অত্যধিক পরিমাণে বেড়ে যায়। এবার এখনও পর্যন্ত এতটাই অবস্থা খারাপ যে বাড়িতেও মাস্ক পড়ে থাকতে হচ্ছে।