ওমিক্রন আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র-দিল্লি

কোভিড যতবার হানা দিয়েছে ততবারই শীর্ষে থেকেছে মহারাষ্ট্র ও দিল্লি। যে কারণে এ বার শুরু থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছিল দুই রাজ্য সরকার। কিন্তু তাও ওমিক্রনের হামলা আটকানো যায়নি। বরং দেশের এদিন ৪২২ জন আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে সেই মহারাষ্ট্র ও দিল্লি। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০৮। দিল্লিতে সেই সংখ্যা ৭৯। দিল্লিতে ইতিমধ্যেই ২৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। এর পরই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত ৪৩ জন। সুস্থ হয়ে গিয়েছেন ১০ জন। দক্ষিণও আক্রান্ত। তার মধ্যে তেলেঙ্গানা ৪১, তামিলনাড়ু ৩৪, কেরালা ৩৮, কর্নাটক। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্ত ৬ জন। এ ছাড়া হরিয়ানা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ৪ জন করে আক্রান্ত। এছাড়া জম্মু-কাশ্মীরে ৩, উত্তরপ্রদেশে ২ এবং লাদাখে ও চণ্ডিগড়ে ১ করে জন আক্রান্ত।