কলকাতায় বাতিল হল নন-এসি রেক

৩৭ বছর আগে এই দিনেই কলকাতা শহরে ঘুরেছিল মেট্রো রেলের চাকা। আর ৩৭ বছর পর ঠিক সেই দিনেই বাতিল করা হল মেট্রো রেলের নন-এসি রেক। আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হল ইতিহাসের সাক্ষীকে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম মাটির তলায় ট্রেন ছুটেছিল কলকাতা শহরে। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চলেছিল প্রথম মেট্রো। টিকিটের মূল্য ছিল ১ টাকা। এর পর কেটে গিয়েছে এতগুলো বছর। কলকাতা মেট্রোর যাত্রা পথ অনেক দীর্ঘায়িত হয়েছে। ভারতের বিভিন্ন শহরে শুরু হয়েছে মেট্রো চলাচল। এসেছে অত্যাধুনিক প্রযুক্তি, এসি-রেক। তাও কলকাতায় কিছুদিন আগে পর্যন্তও চলত নন-এসি রেক। এবার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই তা বাতিল করা হল।