কলকাতায় ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু সোমবার

শুরু হয়েও বন্ধ করে দেওয়া হয়েছিল টিকার ঘাটতির কারণে। যে কারণে ৪৫ ঊর্ধ্বদেরই এতদিন দেওয়া হচ্ছিল কোভিড ভ্যাকসিন। গোটা রাজ্যেই চলছিল এই ব্যবস্থা। এবার একটু একটু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। ৪৫ ঊর্ধ্বদের বেশিরভাগই একটি কোরে ডোজ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তাই কমেছে হুড়োহুড়ি। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু করছে সোমবার থেকে। শহরের ৩৭টি টিকাকরণ সেন্টারকে নির্ধারিত করা হয়েছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য। সেই তালিকায় রয়েছে, ভবানীপুর, চেতলা, হাজরা, আলিপুরসহ একগুচ্ছ জায়গা। এছাড়া রয়েছে, অহীন্দ্র মঞ্চ, রক্সি, এলিট, স্টার থিয়েটার, কোয়েস্ট মল, সাউথ সিটি স্কুলের মতো জায়গায়।