কলকাতা-সহ রাজ্য জুড়ে চলবে বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। দ্রুত বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকে পড়বে এই নিম্নচাপ। তার পর ঝাড়খণ্ড হয়ে চলে যাবে বিহারে। তার প্রভাবে বুধ ও বৃহস্পতিবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও রাতভর চলেছে বৃষ্টি। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মাঝেই হালকা থেকে ভারী বৃষ্টি চলছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।