কাবুল বিস্ফোরণে আইসিস যোগ!

বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও কোনও গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করেনি। সন্দেহ করা হচ্ছে এটা আইসিস-এর কাজ। অতীতে সেই এলাকায় যেটি আইসিস-কে নামে খ্যাত ছিল। কে মানে খোরাসান। য়া এই এলাকার পুরনো নাম। যখন বিমান বন্দরে বিপুল মানুষের ঢল দেশ ছাড়ার জন্য তখনই আমেরিকার সেনাদ্বারা রক্ষিত বিমান বন্দরের গেটের বাইরে বিস্ফোরণ হয়। আগাম খবর ছিল সন্ত্রাসের। কিন্তু তাতে মানুষকে বিমান বন্দরমুখি হওয়া আটকানো যায়নি। এই বিস্ফোরণে মৃতদের মধ্যে আমেরিকার সেনাকর্মীরাও রয়েছেন বলে পেন্টাগনের তরফে জানিয়েছেন মুখপাত্র জন কিরবে। পুরো বিষয়ের উপর নজর রেখেছে ভারত। এখনও এই ঘটনায় কোনও ভারতীয়ের হতাহতের খবর পাওয়া যায়নি।