কাশ্মীরে তিন জায়গায় আতঙ্কবাদী হামলা

শনিবার কাশ্মীরের তিন জায়গা থেকে আতঙ্কবাদী হামলার খবর পাওয়া গিয়েছে। যার জেরে এক জনের মৃত্যু হয়েছে এবং একজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। এ ছাড়া সেনাবাহিনীর বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড ছোড়ার ঘট‌নাও ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে অনন্তনাগে। প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৫.৫০ নাগাদ। কারা নগর এলাকায় মজিদ আহমেদ গোজরি নামক এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা হয়। তাঁর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। রাত ৮টা নাগাদ অন্য আর এক ব্যক্তি মহম্মদ শফিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বাটমালো এলাকায়। তাঁর চিকিৎসা চলছে। এই দুই ঘটনার মাঝেই সন্ধ্যে ৬.৫০ না্গাদ অনন্তনাগের কেপি রোডে সিআরপিএফ-এর ৪০ ব্যাটেলিয়নের বাঙ্কারে গ্রেনেড আক্রমণ করা হয়। যদিও সেই গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। শুরু হয়েছে তদন্ত।