কুড়মি আন্দোলেন চতুর্থ দিন

একের পর এক ট্রেন বাতিল। বিপাকে দূরপাল্লার যাত্রীরা। কিন্তু আন্দোলন থামার কোনও নামনেই। শনিবারও কুড়মি আন্দোলনের জন্য ৭২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়ছেন দক্ষিণ ভারত ও মুম্বইয়ের যাত্রীরা। যার ফলে যাত্রীদের সমস্যার সঙ্গে সঙ্গে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেলকে। যার পরিমাণ ইতিমধ্যেই ১৪০০ কোটিতে পৌঁছে গিয়েছে। ট্রেন না চলায় ক্ষতির মুখে শিল্পও। কারখানাগুলোতে পৌঁছচ্ছে না জরুরি সামগ্রি। সব মিলে বিপাকে প্রশাসন। আন্দোলন কবে থামবে তা নিয়েও সঠিক কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।