এবার সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি পেতে হল। এমারজেন্সি নম্বর থেকে এই হুমকি আসে বলে জানা গিয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে। তার পরই নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ। অজানা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেচে এটিএস। সঙ্গে বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। অভিযুক্ত এই কার্য সম্পন্ন করতে ব্যবহার করেছে উত্তরপ্রদেশ পুলিশের জরুরিকালীন নম্বর ১১২। যা দেখে মাথায় হাত রাজ্য পুলিশের। তাদের সোশ্যাল মিডিয়া পেজের পোস্টে লেখা হয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী যোগীকে দ্রুত মেরে ফেলা হবে।’’