গার্ডেনরিচের গোডাউনে বিধ্বংসী আগুন

দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো ঘণ্টা কিন্তু গার্ডেনরিচের গোডাউনের আগুন নেভাতে রীতিমতো কালঘাম ছুটেছে দমকল কর্মীদের। সকাল ১০টা নাগাদ আগুন লাগে বলে খবর। তবে জানা যাচ্ছে শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণে এসেছে। প্রশ্ন উঠছে সেই গোডাউনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। দমকল টানা কাজ করে চলেছে। এখনও গোডাউনের ভিতরে আগুন জ্বলছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভার পরও কালো ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। গোডাউনে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।